মুর্শিদাবাদের সুতির ডিহিগ্রাম এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম। পেটের তাগিদে ওড়িশায় শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। ভাগ্য ফেরার আশায় কমবেশি লটারির টিকিট তিনি কিনতেন। তবে এভাবে রাতারাতি ভাগ্যবদলের কথা ভাবেননি কোনওদিনই। ২৯ জুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। রাতেই মেলে সুসংবাদ। লটারি বিক্রেতা ফোন করে তাঁকে জানান, ১ কোটি টাকা জিতেছেন তিনি। এই খবরে প্রথমে বিশ্বাসই করতে পারেননি শহিদুল। এরপর বিস্তারিত জেনে সঙ্গে সঙ্গেই ওড়িশার কাজ ছেড়ে ছুটে আসেন নিজের এলাকা ডিহিগ্রামে।
এই অর্থপ্রাপ্তিতে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা যুবক ও তাঁর পরিবার। কী করবেন এত টাকা দিয়ে? শহিদুল ইসলাম জানান, বাবা অসুস্থ দীর্ঘদিন ধরে। প্রথমেই অসুস্থ বাবা মহতাব শেখের উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন। এরপর নিজের জন্য একটা পাকা ঘর বানাবেন। ডিহিগ্রামে জায়গা-জমি কেনার ইচ্ছেও রয়েছে তাঁর। এতদিন অনেক কষ্ট করেছেন। এবার সংসারে একটু শান্তি-স্বস্তি চান শহিদুল।