আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইউক্যালিপটাস গাছ, হাওড়া পুরসভায় মৃত্যু ২ কর্মীর
প্রতিদিন | ০২ জুলাই ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: সাতসকালে ভয়ংকর কাণ্ড। হাওড়া পুরসভা চত্বরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইউক্যালিপটাস গাছ। ঘটনাস্থলেই মৃত্যু দুই নিরাপত্তারক্ষীর। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বুধবার সকাল পৌনে ৬টা নাগাদ পুরসভার তিনকর্মী পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর ঘরের উলটোদিকে বসে চা খাচ্ছিলেন। আচমকাই ওই ইউক্যালিপট্যাস গাছটি ভেঙে পড়ে তাঁদের উপরে। ঘটনাস্থলেই মারা যান উমেশ মাহাতো (৪৮) ও মহম্মদ নূর ইসলাম (৫৫) নামে দুই পুরকর্মী। গাছের নিচে চাপা পড়ে জখম হন আরও এক পুরকর্মী। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর। মৃত দু’জনই পুরসভার নিরাপত্তা রক্ষী ছিলেন। একজন সরকারি কর্মী, অন্যজন অস্থায়ী।
এই দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি পুরসভায় পৌঁছন প্রশাসক সুজয় চক্রবর্তী। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। পুরসভার পক্ষ থেকে মৃত কর্মীদের দু’টি পরিবারকেই সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তবে আচমকা এই ঘটনায় শোকস্তব্ধ সকলেই। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।