রাজ্য বিজেপির নয়া সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্যই, ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র
প্রতিদিন | ০২ জুলাই ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য বিজেপির ব্যাটন কার হাতে থাকবে? রাজ্য সভাপতি পদের দায়িত্ব আরও একবার পাবেন সুকান্ত মজুমদারই? নাকি এবার দায়িত্বে অন্য কেউ? এহেন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছিল শমীক ভট্টাচার্যের নাম। জল্পনা অবসানের পথে। সূত্রের খবর, দিল্লি থেকে ফিরছেন বিজেপি নেতা। দুপুর ২ টোয় মনোনয়ন পেশ করবেন তিনি। আর কোনও মনোনয়ন জমা না পড়লে শমীক ভট্টাচার্যই হবেন রাজ্য বিজেপির সভাপতি।
বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে প্রক্রিয়া আজ, বুধবার শুরু হচ্ছে সল্টলেকের দলীয় কার্যালয়ে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে করা হয়েছে। সেই মতো আজ মনোনয়নপত্র জমার কাজ হবে। অগ্নিমিত্রা পল যে মনোনয়ন জমা দেবেন না তা মোটের উপর নিশ্চিত। তবে যেটুকু খবর, তাতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একজনই সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন। তিনি শমীক ভট্টাচার্য। সেক্ষেত্রে কোনও ভোটাভুটি হচ্ছে না বলেই খবর। একের বেশি মনোনয়ন জমা না পড়লে আজই চূড়ান্ত হয়ে যাবে বঙ্গ বিজেপির সভাপতির নাম।
মঙ্গলবার বিজেপির তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ, বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সেদিনই ‘স্ক্রটিনি’ করা হবে। মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে সেদিনই করতে হবে। বুধবারই চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করে দেবে বিজেপি। বৃহস্পতিবার নির্বাচনের পরে ওইদিনই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবারের নির্বাচনে কারা ভোট দেবেন, সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি। ওই তালিকায় ২৯৪ জনের নাম রয়েছে। প্রতিটি বিধানসভা এলাকা থেকে একজন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা কার্যত নেই। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা ও সভাপতি বরণ অনুষ্ঠান হবে সায়েন্স সিটি চত্বরে।