• ভিড় সামলাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় বাড়ছে আরও লোকাল, ভোগান্তি কমার আশায় নিত্যযাত্রীরা
    প্রতিদিন | ০২ জুলাই ২০২৫
  • স্টাফ রিপোর্টার: ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে ফের বাড়ছে লোকাল ট্রেন। দক্ষিণ শাখায় আরও ৩টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে। নতুন এই পরিষেবাগুলি মূলত পরীক্ষামূলকভাবে চালানো হবে ডায়মন্ডহারবার শাখায়। কিছুদিন আগে দক্ষিণ শাখায় আরও পাঁচটি ও বনগাঁ শাখায় পাঁচটি– মোট দশটি বিশেষ ট্রেন চালু হয়েছে। এবার তা বাড়ছে তেরোতে।

    বালিগঞ্জ থেকে শিয়ালদহ ও দমদম পর্যন্ত যে অতিরিক্ত যাত্রীচাপ তা কমাতে এই বিশেষ পদক্ষেপ রেলের। ডিভিশনের এক রেলকর্তার কথায়, বিমানবন্দর থেকে উত্তর ও দক্ষিণে মেট্রো চালু হলেই এর সুফল মিলবে। অসংখ‌্য যাত্রী বালিগঞ্জ ও দমদম ক‌্য‌ান্টনমেন্টে নেমে গন্তব্যে পৌঁছবেন। রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ডহারবারের মধ্যে। তাই তিনটি নতুন ইএমইউ ট্রেন এই রুটগুলিতে চালানো হবে। সময়সূচিও তৈরি।

    সোনারপুর থেকে ডায়মন্ডহারবারের মধ্যে চলবে একটি লোকাল। যা সোনারপুর থেকে রওনা দেবে ভোর ৫টায় এবং ৬টা ৫ মিনিটে পৌঁছবে ডায়মন্ডহারবারে। দ্বিতীয় ট্রেনটি চলবে ডায়মন্ডহারবার থেকে বালিগঞ্জে। এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ডহারবার থেকে ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং বালিগঞ্জে পৌঁছবে সকাল ৭টা ৫৬ মিনিটে। আর বালিগঞ্জ থেকে সোনারপুরে চলবে তৃতীয় ট্রেনটি। এটি বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮টা ১৪ মিনিটে এবং সোনারপুর পৌঁছবে সকাল ৮টা ৩৩ মিনিটে।

    এই তিনটি নতুন ট্রেনের পাশাপাশি সময় বদল হচ্ছে একটি পুরনো লোকাল ট্রেনের। ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ডহারবার লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়বে। আগে যেখানে ট্রেনটি ছাড়ত ৪টা ৫০ মিনিটে, এখন তা ছাড়বে ৪টা ৪০ মিনিটে এবং ডায়মন্ডহারবার পৌঁছবে সকাল ৫টা ৪৫ মিনিটে (আগে পৌঁছত ৫.৫৫ মিনিটে)।
  • Link to this news (প্রতিদিন)