'কারোর বাড়ির কন্যা আর নিরাপদ নন', ঝাঁটা- লণ্ঠন হাতে রাস্তায় বিজেপি
হিন্দুস্তান টাইমস | ০২ জুলাই ২০২৫
রাসবিহারী মোড় থেকে কসবা পর্যন্ত মিছিল। কসবার সাউথ ক্যালকাটা আইন কলেজে গণধর্ষণের প্রতিবাদে বিজেপির মিছিল। কন্যা বাঁচাও, মমতা হঠাও, ধর্ষকদের চামড়া, তুলে নেব আমরা এই স্লোগান তুলে মিছিলে শামিল হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বিজেপির মহিলা মোর্চার অনেকেই এই মিছিলে ছিলেন। সেই সঙ্গেই যুব মোর্চার নেতারাও হাজির ছিলেন মিছিলে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন শুভেন্দু।
বিজেপি নেতৃত্বের দাবি, প্রচুর সাধারণ মানুষ এই মিছিলে শামিল হয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে কসবার আইন কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। ঝাঁটা হাতে মিছিলে শামিল মহিলা মোর্চার নেত্রীরা।
এদিকে পুলিশ জানিয়েছে, হাইকোর্টের নির্দেশকে মানতে হবে। তার যাতে কোনও এদিক ওদিক না হয় সেটা দেখা দরকার।
রাজ্য মহিলা কমিশনের অফিসের সামনেও লণ্ঠন হাতে বুধবার দেখা যায় বিজেপির নেতা কর্মীদের। তাঁদের দাবি কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে কলেজের মধ্যে ধর্ষণের ঘটনা হল। অথচ রাজ্যের মহিলা কমিশন কোনও উচ্চবাচ্য করছে না। সেকারণেই মহিলা কমিশনের চেয়ারপার্সনকে লণ্ঠন হাতে খুঁজছেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। তবে সূত্রের খবর, রাজ্য মহিলা কমিশন ইতিমধ্যেই নির্যাতিতা ছাত্রীর সঙ্গে কথা বলেছে।
শুভেন্দু বলেন, সাধারণ মানুষ কন্যা বাঁচাতে এই মিছিলে শামিল হয়েছেন। কারোর বাড়ির কন্যা আর সেফ নয়। কন্যা রত্ন বাঁচাও, কন্যা লক্ষ্মী বাঁচাও। মমত হঠাও।
কসবার আইন কলেজের মধ্য়েই এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের এক প্রাক্তন নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার দুজন সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। এক নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে গোটা ঘটনায় অস্বস্তি একেবারে চরমে উঠেছে। বিশেষ আরজিকরের ঘটনার পরে ফের বড়সর অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল। এবার একেবারে তাদের ঘনিষ্ঠ ব্যক্তিই এই ধর্ষণের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে।