• 'বার বার হেনস্থা করছে কলকাতা পুলিশ' হাইকোর্টের দ্বারস্থ সুকান্ত
    হিন্দুস্তান টাইমস | ০২ জুলাই ২০২৫
  • কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর গণতান্ত্রিক অধিকারে বিঘ্ন ঘটছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করলেন সুকান্ত মজুমদার। বার বার তাঁকে আটক করা হচ্ছে,গণতান্ত্রিক অধিকার বিপন্ন এই দুই বিষয়কে সামনে রেখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।

    সাংবাদিকদের কাছে সুকান্ত বলেন, গত মাসে আমাকে বিভিন্ন স্থান থেকে অন্তত তিনবার আটক করা হয়েছে। ১২ জুন আমাকে কালীঘাটে আটক করা হয়েছিল, ২০ জুন যখন আমি একজন ব্যক্তির বাড়িতে যাচ্ছিলাম তখন আটক করা হয় আর ২৮শে জুন গণতান্ত্রিক পথে আন্দোলন করার সময় আটক করা হয় আমাকে। এটি একজন ব্যক্তির গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের সমান। আমার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।

    সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লিখেছেন, 'শাসক দল তৃণমূলের জমানায় কলকাতা পুলিশের দ্বারা বার বার হেনস্থা করা হচ্ছে আমাকে। কলকাতা পুলিশের কমিশনারকে জানানোর পরে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

    আজ আমি পিটিশন ফাইল করেছি কলকাতা হাইকোর্টে পুলিশ কর্তৃপক্ষের এই অপব্যবহারকে চ্যালেঞ্জ করে এবং পশ্চিমবঙ্গে যেভাবে বিরোধীদের অসাংবিধানিকভাবে দমন করা হচ্ছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে আমি পদক্ষেপ নিয়েছি।'

    সুকান্ত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আমাকে তিনবার আলাদা আলাদা জায়গা থেকে আটক করা হয়েছিল। ১২ জুন আমাকে কালীঘাটে আটক করা হয়েছিল, ২০শে জুন আমি একজন ব্যক্তির বাড়িতে যাচ্ছিলাম, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি আমার সঙ্গে কথা বলতে মাঝ রাস্তাতেও চলে এসেছিলেন, সেখানেও আমাকে আটক করা হয়েছিল, ২৮শে জুনও আটক করা হয়েছিল বিক্ষোভের জেরে, সারারাত লালবাজারে থাকতে হয়েছিল, এটা হল আমার গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের সমান, আমারও নাগরিক অধিকার আছে, ভারতীয় সংবিধান এটা আমায় দিয়েছে, আমি হাইকোর্টে গিয়েছি, আমার গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার রক্ষা করার আবেদন জানিয়ে আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)