নতুন - পুরনো বিতর্ক থাকবে না, বললেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
হিন্দুস্তান টাইমস | ০২ জুলাই ২০২৫
অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। দিল্লির নির্দেশে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। আর মনোনয়ন জমা দিতে দলীয় কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলে আদি - নব্যর দ্বন্দ মেটানোর বার্তা দিলেন তিনি। সঙ্গে তাঁর দাবি, মানুষ ঠিক করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায়। তৃণমূলের বিসর্জন চায়।
এদিন শমীকবাবু বলেন, ‘সুনীল বনসলজি এসেছেন, সংগঠনের বিভিন্ন স্তরে আলোচনা করে তাঁরা যাকে মনোনয়ন দিতে বলবেন তিনি মনোনয়ন জমা দেবেন।
সভাপতি তো একটা বহমানতা। একটা টিম গেম। সঙ্ঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গে বিজেপি লড়াই করবে। এই নতুন -ৃ পুরনোর দ্বন্দ থাকবে না। জামানত বাজেয়াপ্ত হবে জেনেও যাঁরা ঘাম – রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন। তারা না থাকলে দল এই জায়গায় আসত না। যারা নতুন এসেছেন, অত্যন্ত সক্রিয়ভাবে বিজেপি করছেন তারাও থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। পুরনোদেরও বুঝতে হবে সংগঠনের বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। নতুন পুরনোর বিতর্ক কিছু থাকবে না।’
একই সঙ্গে তাঁর দাবি, ‘এই নির্বাচন আমাদের হাতে নেই। মানুষ ঠিক করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায়। মানুষ মুক্তি চায়। মানুষ বাঁচতে চায়। মানুষ বাংলাকে বাঁচাতে চায়। আর তৃণমূলের বিসর্জন চায়।’