কসবা ল কলেজে গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের বিরুদ্ধে এবার যৌন নির্যাতনের অভিযোগ করলেন আরও এক ছাত্রী। সংবাদমাধ্যমকে ছাত্রীটি নিজের বীভিষিকাময় সেই অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, মনোজিতের ক্ষমতা জানা থাকায় তার বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি তিনি।
ছাত্রীটি জানিয়েছেন, ২০২৩ সালে কলেজের একটি পিকনিকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিল মনোজিত। ওই পিকনিকে মদ্যপানের আসর বসিয়েছিল তৃণমূলের ওই ছাত্রনেতা। তবে সেখানে ছিলেন না ছাত্রীটি। কিছুক্ষণ পরে তাঁকে একটি ঘরে ডেকে নিয়ে যায় মনোজিত। ঘরে কোনও আলো ছিল না। ঘরে ঢুকতেই পিছন থেকে বন্ধ করে দেয় কেউ। পিছন ফিরে দেখেন মনোজিতই মত্ত অবস্থায় দরজার ছিটকিনি বন্ধ করে নিজের জামার বোতাম খুলতে শুরু করেছেন। তখন ছাত্রীটি বলেন, দরজা কেন বন্ধ করলে, আমি বাইরে যাব। কোনও কথা না বলেই ছাত্রীটির ওপর ঝাঁপিয়ে পড়ে মনোজিত। তাঁর গলায়, ঘাড়ে কামড়াতে থাকে। ছাত্রীর বুকের মধ্যে হাত ঢুকিয়ে অন্তর্বাস ছিঁড়ে দেয় মনোজিত। সঙ্গে ছাত্রীটিকে লিঙ্গবৈষম্যমূলক অশ্রাব্য গালিগালাজ করতে থাকে।
ছাত্রীটি জানিয়েছেন, নির্যাতনের জেরে কিছুক্ষণের জন্য জ্ঞান হারায় সে। তিনি বলেন, ‘আর কিছুক্ষণ অজ্ঞান থাকলে আমার সঙ্গেও একই ঘটনা ঘটতে পারত। একজন নারীর শরীরের ন্যূনতম মর্যাদা ছিল না তখন।’
তিনি আরও জানিয়েছেন, ‘বাধা দেওয়ায় মনোজিত আমার বাবার নাম করে। তার পর আমার বোন কোন স্কুলে পড়ে সেটাও বলে দেয়। দুমিনিটের মধ্যে আমার বাবা মাকে খুঁজে বার করে ফেলবে বলে হুমকি দেয়। তাদের কোনও অনিষ্ট না চাইলে আমি যা করতে চাইছি করতে দে বলে হুমকি দেয় মনোজিত।’