মহিলা জুনিয়র ডাক্তারকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এক ‘ইন্টার্ন’-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ওই ইন্টার্ন অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তের আশ্বাস দিয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। হাসপাতালের ভেতরে এক মহিলা জুনিয়র ডাক্তারকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। হাসপাতালের ওটিতে অভিযুক্ত ইন্টার্ন শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা চিকিৎসক। বুধবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক।
কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানান, একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি মেডিক্যাল কলেজের ‘জেন্ডার হ্যারাসমেন্ট সেল’- এ জানানো হয়েছে। শুক্রবার এই বিষয়টি নিয়ে একটি বৈঠক ডেকেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কলেজের ইন্টার্ন। তাঁর দাবি, মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।