• ভুয়ো পুলিশ কনস্টেবল সেজে দিনের পর দিন ধোকা, শেষমেশ পুলিশের হাতে গ্রেপ্তার যুবক
    এই সময় | ০৩ জুলাই ২০২৫
  • এ বার ভুয়ো পুলিশ কনস্টেবলের হদিশ মিলল গাইঘাটায়। বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে পুলিশ বলে দাবি করতেন অভিযুক্ত যুবক। অভিযোগ, তিনি পুলিশ কনস্টেবলের পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুরতেন। বাড়ির লোকেরা জানতেন তিনি বিকাশ ভবনে কর্মরত। গত কয়েকদিন আগেই ধৃত অঙ্কিত ঘোষের এই কর্মকাণ্ডের কথা পুলিশ জানতে পারে। এর পরে গাইঘাটা থানার পুলিশ অঙ্কিতের গতিবিধির উপরে নজর রাখতে শুরু করে। শেষ পর্যন্ত বুধবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রের খবর, ২২ বছর বয়সি অঙ্কিত গাইঘাটা চৌরঙ্গী এলাকার বাসিন্দা। তাঁর পরিবারে বাবা, মা ও দিদি রয়েছেন। অভিযোগ, ওই যুবক পুলিশ কনস্টেবলের পোশাক বানিয়ে তা পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। এমনকী, পুলিশের পোশাক পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অঙ্কিতের কীর্তিকলাপের কথা পুলিশ জানতে পেরেছিল।

    পুলিশ সূত্রের খবর, বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়ার পরে গাইঘাটা থানার পুলিশ অঙ্কিতের গতিবিধির উপরে নজর রাখছিল। সে সময়ে তাঁর গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। এর পরে বুধবার পুলিশ অঙ্কিতকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময়ে পুলিশ তাঁর কথায় একাধিক অসঙ্গতি পায়। তখনই পুলিশ তাঁর কাগজপত্র দেখতে চায়।

    পুলিশ সূত্রের খবর, অঙ্কিত পুলিশে চাকরি করার মতো বিশ্বাসযোগ্য কোনও নথিই দেখাতে পারেননি। এর পরেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক, নেম প্লেট-সহ বহু ভুয়ো নথি উদ্ধার হয়েছে।

    বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ওই যুবক দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতেন। এলাকায় নিজেকে পুলিশ বলেই পরিচয় দিতেন। এর পর পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ওই যুবক পুলিশে কর্মরত নয়। তবে কী কারণে ওই যুবক এই কাজ করতেন তা এখনও জানা যায়নি। পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)