• চুঁচুড়া টাউনগার্ড রোডে ব্যাঙ্কের সামনে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য! ...
    আজকাল | ০৩ জুলাই ২০২৫
  • মিল্টন সেন, হুগলি : চুঁচুড়া বাসস্ট্যান্ড ঢোকার মুখে এক  যুবককে মঙ্গলবার রাত থেকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। বুধবার সকালেও  স্থানীয় বাসিন্দারা যুবককে একই ভাবে মুখ থুবড়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। এরপরই খবর যায় চুঁচুড়া থানায়।

    ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। যুবককে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    প্রাথমিক ভাবে জানা গেছে,বছর ৩২- এর এই যুবক স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। দোকানের কারিগর রমেশ চৌধুরী জানান, “ছবিতে যুবককে দেখে চিনতে পারি। দু’তিন দিন আগে আমাদের দোকানে কাজ করছিল। আমরা তাকে ‘আকাশ’ নামে চিনতাম।”

    স্থানীয় বাসিন্দাদের দাবি,মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবককে এলাকায় কয়েকজনের কাছে টাকা ধার চাইতে দেখা যায়। পরে তাকে মদ্যপ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতেও দেখেন অনেকে। তবে বুধবার সকালে দীর্ঘক্ষণ একই জায়গায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। তবে কীভাবে এই যুবকের মৃত্যু ঘটল তা নিয়ে শুরু হয়েছে পুলিশের তদন্ত। 
  • Link to this news (আজকাল)