ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর উপর আক্রমণ, গুলিতে মৃত্যু আক্রমণকারীর, বিজিবি ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা, অভিযোগ বিএসএফ-এর...
আজকাল | ০৩ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের উপর আক্রমণ বাংলাদেশি পাচারকারীদের। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিএসএফ। মৃত্যু হয় এক পাচারকারীর। ঘটনার পর বিএসএফের দক্ষিণবঙ্গের জনসংযোগ বিভাগের আধিকারিক জানান, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এই অপরাধীদের মনোবল অটুট রয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মাঝরাতে নদীয়ার সীমান্তবর্তী এলাকায় হালদারপাড়ায় সোনা পাচার আটকাতে বিএসএফ অভিযান চালায়। জওয়ানরা দেখতে পান চার থেকে পাঁচজন সশস্ত্র পাচারকারী বাংলাদেশের দিক থেকে নদী পার হয়ে ভারতে প্রবেশ করছে। বিএসএফ থামতে বললেও তারা থামেনি। সতর্ক করতে শূন্যে এক রাউন্ড গুলি চালায় বিএসএফ। কিন্তু না থেমে পাচারকারীদের ওই দলটি বিএসএফ দলটির কাছাকাছি চলে আসে এবং এক জওয়ানকে ঘিরে তাঁর উপর আক্রমণ চালায়।
সহকর্মীকে রক্ষা করতে দ্রুত এক জওয়ান তাঁর রাইফেল থেকে গুলি চালান। গুলি এক পাচারকারীর পেটে লাগলে সে সেখানেই পড়ে যায়। বাকি দলটি এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায়। আহত ওই বাংলাদেশি পাচারকারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত এক বিএসএফ জওয়ানকে নদীয়ার কৃষ্ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিএসএফ চারটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে। সেইসঙ্গে স্থানীয় থানায় বিএসএফের পক্ষ থেকে একটি এফআইআর করা হয়েছে।
ঘটনার পর বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার-এর তরফে জানানো হয়, বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা এবং সীমান্তে ওই দেশের চোরাচালানকারীদের এই আক্রমণ নিয়ে বিজিবির কাছে এর আগে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। কিন্তু তাদের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের অপরাধীদের মনোবল অটুট রয়েছে। পাশাপাশি বিএসএফ জানায়, সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে বিএসএফ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।