স্থাপত্য়ের ঐতিহ্য়, অম্বুজা নেওটিয়ার আয়োজনে বিশেষ অনুষ্ঠান
আজকাল | ০৩ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি অম্বুজা নেওটিয়া চার্লস কোরিয়া স্মারক বক্তৃতার ৮ম সংস্করণের আয়োজন করে। চার্লস কোরিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সিটি সেন্টার সল্টলেকের রয়্যাল বেঙ্গল রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়। কিংবদন্তি ভারতীয় স্থপতি চার্লস কোরিয়ার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে কোরিয়ার স্থায়ী উত্তরাধিকার উদযাপনের জন্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থপতিরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় প্রখ্যাত অস্ট্রেলীয় স্থপতি পিটার স্টাচবারি মনোমুগ্ধকর বক্তব্য রাখেন। পিটার প্রাসঙ্গিকতা, সংবেদনশীল এবং কাব্যিক নকশা প্রদর্শনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। কোরিয়ার প্রভাবের কথা স্মরণ করে পিটার মন্তব্য করেন,'৮ম চার্লস কোরিয়া স্মারক বক্তৃতা এমন শহরেই প্রদান করা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয় যেখানে তাঁর অসাধারণ দৃষ্টিভঙ্গির একটি অংশ জীবন্ত হয়ে উঠেছিল। চার্লস কোরিয়া কেবল একজন স্থপতি ছিলেননা। তিনি মহাকাশ বিষয়ক দার্শনিক ছিলেন।' পাশাপাশি পিটার হর্ষবর্ধন নেওটিয়া এবং অম্বুজা নেওটিয়া গ্রুপের প্রতি তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই অনুষ্ঠানে প্রয়াত ক্রিস্টোফার বেনিঙ্গারের বহুল প্রতীক্ষিত বই 'গ্রেট এক্সপেক্টেশনস - নোটস টু অ্যান আর্কিটেক্ট'-এর আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়। এটি মূলত তাঁর বিশেষ রচনা 'লেটার্স টু অ্যা ইয়ং আর্কিটেক্ট'-এর সিক্যুয়েল। যৌথভাবে এর উদ্বোধন করেন রামপ্রসাদ আক্কিসেত্তি (এমডি, সিসিবিএ ডিজাইনস), হর্ষবর্ধন নেওটিয়া এবং পিটার স্টাচবারি। বইটি সম্পর্কে বলতে গিয়ে রামপ্রসাদ আক্কিসেত্তি বলেন, এটি কেবল উচ্চাকাঙ্ক্ষী স্থপতিদের জন্য নয়, বরং এক নির্মিত পরিবেশ গঠনের কঠোর দায়িত্ব এবং সকলের জন্য একটি প্রতিফলিত যাত্রা। রামপ্রসাদ কোরিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্কের কথাও তুলে ধরেন।
সর্বোপরি অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। লেখক এবং চার্লস কোরিয়া মেমোরিয়ালের প্রধান আয়োজক আশীষ আচার্য অনুষ্ঠানটিতে বর্ণনামূল বক্তব্য রাখেন। মূল বক্তব্যের উপর আলোকপাত করে তিনি বলেন স্টাচবারির কাজকর্ম চার্লস কোরিয়ার চেতনাকে নিখুঁতভাবে মূর্ত করে তুলেছে।