সালার স্টেশনের কাছে ট্রেনের সামনে আচমকাই ঝাঁপ যুবকের!
বর্তমান | ০৩ জুলাই ২০২৫
সংবাদদাতা, কান্দি: পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ শাখার মাধাইপুর ও সালার স্টেশনের মধ্যবর্তী রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক যুবক। জানা গিয়েছে, আজ বুধবার সাদ্দাম শেখ নামের ওই যুবক ডাউন জঙ্গিপুর এক্সপ্রেসের সামনে আচমকাই ঝাঁপ দেন।এলাকাবাসীরা জানিয়েছেন, ওই যুবকের বাড়ি সালার থানার মালিহাটি গ্রামে। সেখানে তাঁর ফলের ব্যবসাও রয়েছে। পারিবারিক অশান্তির জেরেই তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন বলে স্থানীয়দের অনুমান। এই ঘটনায় সাদ্দাম নামের ওই যুবকের ডান পা কাটা পড়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।