গঙ্গা স্নানে গিয়ে তলিয়ে গেলেন মাছ ব্যবসায়ী, গত তিন মাসে চার মৃত্যু, ঘাট বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের
প্রতিদিন | ০৩ জুলাই ২০২৫
সুমন করাতি, হুগলি: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু এক মাছ ব্যবসায়ীর। এই ঘটনার পরই বুধবার সুরকি ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে মাহেশের সুরকি ঘাটে। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার রাতে মাহেশের সুরকি ঘাটে স্নান করতে যানল বুড়ো নামের স্থানীয় এক মাছ ব্যবসায়ী। গঙ্গায় নেমে জলে তলিয়ে যান তিনি। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, এসিপি শুভঙ্কর বিশ্বাস। আসেন শ্রীরামপুর ও রিষড়া পুরসভার দুই পুরপ্রধান গিরিধারী সাহা ও বিজয়সাগর মিশ্র। প্রতিনিধিদল ঘাট এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের পর শ্রীরামপুরের এসডিও শম্ভুদীপ সরকার জানান, সাময়িকভাবে সুরকি ঘাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “এই ঘাটে এখন থেকে কেউ স্নান বা অন্য কোনও কাজ করতে পারবেন না।”
উল্লেখ্য, গত তিন মাসে এই ঘাটে স্নান করতে এসে তলিয়ে মৃত্যু হয়েছে চারজনের মৃত্যু হয়েছে। বারবার এমন দুর্ঘটনা ঘটনার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই ঘাট প্রাথমিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তবে ঘাটটিকে স্থানীয় বাসিদের কাছে নিরাপদ করে তোলার দাবি তুলেছেন তাঁরা।