মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মৎস্যজীবীদের সুবিধার্থে চালু করেছেন ‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্প। ২০২৩ সাল থেকে চালু হয় এই প্রকল্পটি। কোনও মৎস্যজীবীর আকস্মিক মৃত্যু হলে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। মৎস্যজীবীদের পরিবার রাজ্য সরকারের এই প্রকল্প থেকে এককালীন দু’লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে।
‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্পে আবেদন করার জন্য মৎস্যজীবীদের বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। পাশাপাশি নাম নথিভুক্ত থাকতে হবে মৎস্য দপ্তরের নির্দিষ্ট পোর্টালে। তবে যদি নমিনির নাম উল্লেখ না থাকে, তাহলে মৎস্য দপ্তরের তরফেই সিদ্ধান্ত নেওয়া হবে কাকে অনুদান দেওয়া হবে। এই প্রকল্পে কী ভাবে আবেদন করতে হবে?
আবেদনকারীকে আধার কার্ড অবশ্যই আপলোড করতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর পরিচয়পত্রের (প্যান কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) ফোটোকপি আপলোড করতে হবে।
উল্লেখ্য, এই প্রকল্পটি রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আদলেই তৈরি করা হয়েছে। যেখানে কৃষকদের মৃত্যু হলে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। ‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্পের মাধ্যমেও পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মৎস্যজীবী পরিবারগুলির অনিশ্চিত জীবনে এক বিশেষ নিরাপত্তা প্রদানের চেষ্টা করছে।