আরজি কর-এর মতো অবস্থা করে দেব, পাঁশকুড়ায় চিপস কাণ্ডে মা ও মেয়েকে হুমকি
আজকাল | ০৩ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাঁশকুড়ায় চিপস কাণ্ডে এবার নয়া মোড়। মৃত ছাত্রের মা পাঁশকুড়া থানায় সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন। তাঁর ছেলের মৃত্যু সংক্রান্ত মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার এই বিষয়ে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
চলতি বছরের ২২ মে পাঁশকুড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে এক দোকানদার চিপসের প্যাকেট 'চোর' বলে অভিযোগ করে। অপমানিত ওই ছাত্র আত্মহত্যা করে। ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে। ছেলের মৃত্যুর পর অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মৃতের মা। অভিযুক্ত দোকানদার শুভঙ্কর দীক্ষিত ওই এলাকায় সিভিক ভল্যান্টিয়ার পদেও কর্মরত ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মৃত ছাত্রের মায়ের অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাঁকে এবং তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে বলা হচ্ছে আরজি কর-এর মতো অবস্থা করে দেওয়া হবে। এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।