প্রকৃত উৎসব হল মানবিকতা, যা দিয়ে শারদীয়া উৎসবের সূচনা হল ব্যারাকপুরে...
আজকাল | ০৩ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফিরিয়ে আনা। তার উদ্দেশ্যে গত ৩০ জুন শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর বার্ষিক মানবিক উদ্যোগ 'শারদীয়া আনন্দধারা'-র এবছরে সূচনা হল। সমাজের পিছিয়ে পড়া ১০০ জন মা ও শিশুর হাতে তুলে দেওয়া হল পুজোর পোশাক এবং খাদ্যসামগ্রী।
উদ্যোগ প্রসঙ্গে শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি সৌমেনকুমার সাহা জানান, এবছর তাঁদের লক্ষ্য প্রায় ১৫০০ জন মানুষকে নতুন পোশাক উপহার দেওয়া। যাতে উৎসবের আনন্দ ও মর্যাদা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়।
অনুষ্ঠানের পরিবেশ ও স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে একটি বিশেষ মাত্রা দেয়। ট্রাস্টের তরফে জানানো হয়, মানবিকতা হল প্রকৃত উৎসব। সেইসঙ্গে তাঁরা জানান, আগামীদিনেও তাঁরা সচেষ্ট থাকবেন আরও বড় পরিসরে অনেক মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে।