• দার্জিলিংয়ের পথে সুকনায় লাইনচ্যুত টয় ট্রেন
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: ফের লাইন থেকে নেমে এল হেরিটেজ টয় ট্রেন। পাহাড় নয়, এবার সমতলে। বুধবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের কাছে সুকনায়। তবে, হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এদিন সকালে এনজেপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল টয় ট্রেনটি। হঠাৎই সুকনার কাছে পর্যটক ভর্তি ট্রেনের পিছনের কামরার চাকা লাইন থেকে বাইরে বেরিয়ে যায়। লাইনে হেলে যায় কামরাটি। যাত্রীরা আতঙ্কে দ্রুত রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কিছুক্ষণের চেষ্টায় টয় ট্রেনের কামরাটিকে লাইনে তুলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা করানো হয়। 

    দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, খুবই সামান্য ঘটনা। হঠাৎই সুকনার কাছে পিছনের কামরার চাকা বেরিয়ে গিয়েছিল। দ্রুত ঠিক করে ট্রেনটিকে আবার চালানো হয়েছে। হতাহতের কোনও খবর নেই। যাত্রীদেরও সমস্যা হয়নি।  

    এর আগে পাহাড়ি এলাকাতেই বেশি এ ধরনের ঘটনা ঘটেছে। সাধারণত লাইন থেকে ইঞ্জিন নেমে বেরিয়ে যাওয়ার ঘটনাই বেশি ঘটে। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, অতীতের দুর্ঘটনায় লাইনের ত্রুটির দিকটি ধরা পড়ে। সেই মতো সব দূর্বল লাইন তুলে নতুন বসানো হয়েছে। কিন্তু এদিন পিছনের কামরা লাইন থেকে নেমে যায়। টয় ট্রেনের এধরনের দুর্ঘটনায় লাইনের ত্রুটির দিকটিও ফের সামনে এসেছে। এদিন পিছনের কামরার চাকা বেরিয়ে যাওয়ায় ওয়াকিবহাল মহলের ধারণা, কামরাটির চাকা বা এক্সেলের  কোনও সমস্যা ছিল। এ প্রসঙ্গে ডিএইচআর ডিরেক্টর বলেন, কেন এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)