• দক্ষিণ দিনাজপুরে কয়েক কোটি টাকার কাজের সূচনা উদয়নের
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর ও বালুরঘাট: রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের গড়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় ১২ কোটি টাকার কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার হরিরামপুরের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের খাঞ্জাপুরে অনুষ্ঠানের মধ্য দিয়ে যমুনা খাঁড়ির উপরে হাতনাডাঙ্গি ব্রিজ ও বড়গ্রাম থেকে মুস্কিপুর হাটখোলা পর্যন্ত প্রায় দুই কিমি রাস্তার উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী বিপ্লব ও উদয়ন। দু’টি প্রকল্প প্রায় চার কোটি বরাদ্দে সম্পন্ন হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে দপ্তরের আর্থিক বরাদ্দে পাঁচটি রাস্তার কাজের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গোকর্ণের পাথরপাড়া থেকে মুস্কিপুর, বিরাহার থেকে করঞ্জাবাড়ি, বড়মাহার থেকে হাতিডোবা, বংশীহারি ব্লকের বাগদুয়ার থেকে বাড়াগাছি, এলাহাবাদ পঞ্চায়েত থেকে চামারডাঙ্গা পর্যন্ত নতুন রাস্তার কাজ হবে প্রায় ১২ কোটি টাকায়। 

    মন্ত্রী উদয়ন বলেন, ২০২৩ থেকে ২৬ অর্থবর্ষ পর্যন্ত তিন বছরে প্রায় ৬০ কোটি টাকার কাজ হয়েছে হরিরামপুর বিধানসভা কেন্দ্রে। ডিসেম্বরের মধ্যে শিলান্যাস করা সমস্ত কাজ শেষ করার লক্ষ্য। মন্ত্রী বিপ্লব বলেন, আমার বিধানসভার একাধিক রাস্তা ও ব্রিজ সংস্কারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জানিয়েছিলাম। সেই কাজ সম্পন্ন হয়েছে। নতুন করে আরও কিছু কাজ শুরু হল। একই দিনে কুমারগঞ্জ বিধানসভা এলাকায় প্রায় ন’লক্ষ টাকার কাজেরও সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কুমারগঞ্জের দিওর এলাকায় বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলকে সঙ্গে নিয়ে একটি রাস্তার উদ্বোধন ও পাঁচটি রাস্তার কাজের শিলান্যাস করেন মন্ত্রী।

    উদয়ন বলেন, আমরা অনেক জায়গায় কাজ করছি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও কাজ হচ্ছে। এই বিধানসভার আজ ন’কোটি টাকার কাজ হচ্ছে। মোট ১৪ কোটি টাকার কাজ হবে। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ বলেন, যে রাস্তাগুলির কাজ বাকি রয়েছে, সেগুলি ধীরে ধীরে করা হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকাবাসীকে উদয়নের পরামর্শ, রাস্তার কাজে অভিযোগ উঠলে গ্রামবাসী যেন বিক্ষোভ না দেখান। রাস্তা খারাপ হলে ওই ঠিকাদার সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)