চাষের জমি প্লট করে বিক্রির ছক মাফিয়াদের অবৈধ নির্মাণ রুখল প্রশাসন
বর্তমান | ০৩ জুলাই ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির পর এবার খড়িবাড়ির বুড়াগঞ্জের ডাঙ্গরভিটায় জমি মাফিয়াদের হানা। ওই এলাকার সেচনালায় অবৈধভাবে চলছে কালভার্ট নির্মাণ। এনিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ স্থানীয় চাষিরা। এলাকাটি কৃষিপ্রধান। সেই কৃষিজমিতেও নজর মাফিয়াদের। প্লটিংয়ের কাজ করতে সেচনালার উপর অপরিকল্পিতভাবে চলছে কংক্রিটের কালভার্ট নির্মাণ। যা ঘিরে বিতর্ক তুঙ্গে। এতে বিপাকে পড়তে পারেন এলাকার কয়েকশো চাষি।
স্থানীয় চাষি হরিপদ সিংহ বলেন, এই এলাকায় ধান, পাটের চাষ হয়। সেচনালায় কেউ অপরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করলে সেক্ষেত্রে সেচের জল না পেলে কৃষিকাজ করা কঠিন হয়ে পড়বে। আমরা এনিয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
আর এক চাষি রাজু সিংহ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মদতে জমি মাফিয়ারা এই কাজ করছে। কৃষিজমিতে প্লটিং করে বিক্রির প্ল্যান রয়েছে তাদের। আমরা তীব্র প্রতিবাদ জানাব। ওই এলাকার পঞ্চায়েত সদস্য বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ বর্মন। তবে, অবৈধ নির্মাণ নিয়ে তিনি নাকি কিছুই জানেন না। পঙ্কজ বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। সেচনালায় কালভার্ট তৈরি করতে সেচদপ্তর কিংবা ব্লক প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। তবে, তাঁরা নিয়েছেন কি না, আমার জানা নেই।
সরকারি জমির উপর অবৈধ নির্মাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহের। তিনি বলেন, বিষয়টি পঞ্চায়েত সমিতির সদস্য মারফত জানতে পেরেছি। খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খড়িবাড়ির বিএলআরও প্রতিমা সুব্বা। তিনি বলেন, অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শন করেছি। কালভার্টটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ হচ্ছিল বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যাঁরা কাজটি করছিলেন, নোটিস পাঠানো হয়েছে। কার অনুমতিতে কাজটি করা হচ্ছিল, জবাব চাওয়া হয়েছে। আমরা উপযুক্ত পদক্ষেপ করব। নিজস্ব চিত্র।