• ইমার্জেন্সিতে দেখা নেই ডাক্তারের, সমস্যায় রোগীরা
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ফ্যান ঘুরছে, জ্বলছে আলো। ইমার্জেন্সিতে রোগীকে নিয়ে এসেছেন পরিজনরা। কিন্তু চিকিৎসক নেই। বুধবার এমনই ছবি দেখা গেল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক টেবিলে নেই কেন? এমন প্রশ্ন তুলে সরব হন রোগীর আত্মীয়রা। আর এমন ঘটনা যে মাঝেমধ্যেই হয়, সেটা জানিয়েছেন হাসপাতাল পাড়ার বাসিন্দা ময়নাগুড়ি পুরসভার কাউন্সিলার প্রদ্যুৎ বিশ্বাস ও বরুণ ঘোষ। তাঁদের কাছে এমন অভিযোগ আগেও এসেছিল বলেছেন তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, ডাক্তারের অভাব। তারপরেও চিকিৎসার কোনও ত্রুটি ডাক্তারবাবুরা রাখেন না। কী কারণে এদিন ইমার্জেন্সিতে চিকিৎসক পাওয়া যায়নি, খোঁজ নেওয়া হবে। 

    শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন দোমোহনির বিজয় রায়। পরিবারের লোকজন হাসপাতালে এনে শুইয়ে দিয়েছিলেন। ইমার্জেন্সিতে অপেক্ষা করলেও চিকিৎসকের দেখা পাননি তাঁর পরিবারের সদস্যরা। আনন্দনগর থেকে এসেছিলেন সঞ্জয় সাহা। তাঁর অভিযোগ, ৩৫ মিনিট ধরে অসুস্থ বাবাকে নিয়ে বসে থাকি ইমার্জেন্সিতে। তিনি কিডনির রোগী। চোখ-মুখ ফুলে গিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসক আসেন ইমার্জেন্সিতে। 

    ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর বলেন, হাসপাতালে ৬০টি বেড। আটজন ডাক্তার থাকার কথা। কিন্তু আছেন ছ’জন। আউটডোর, ইমার্জেন্সি, ইন্ডোর বিভাগে চিকিৎসকদের যেতে হচ্ছে। তাই কখনও একটু সমস্যা হয়। তবে রোগীকে ফেরানো হয় না। প্রয়োজনে ইন্ডোরে ভর্তি নেওয়া হয়। এমনকী দরকারে রোগীকে রেফার করা হয়। চিকিৎসকের শূন্যপদগুলি যাতে পূরণ হয়, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা আছে। এদিন ইমার্জেন্সিতে চিকিৎসক অনেকক্ষণ ছিলেন না কেন, খোঁজ নিয়ে দেখব। কাউন্সিলার প্রদ্যুৎ বিশ্বাস বলেন, এমনটা আগেও হয়েছিল। বিষয়টি নিয়ে বিএমওএইচের দৃষ্টি 

    আকর্ষণ করব। 
  • Link to this news (বর্তমান)