• গল্পে মশগুল সহায়িকারা, পড়াশোনা লাটে, বিক্ষোভ
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দোমুখা শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকাদের বুধবার আটকে রেখে বিক্ষোভে শামিল হন গ্রামবাসীরা। পুলিস আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

    গ্রামবাসীদের অভিযোগ, শিশুশিক্ষা কেন্দ্রে পড়াশোনা লাটে উঠেছে। এসএসকে’র দায়িত্বে থাকা সহায়িকারা স্কুলে এসে গল্পে মজে থাকেন। বেলা ১২টার আগে তাঁরা আসেন না। মিড ডে মিলে পোকাধরা চাল দিয়ে রান্না করে শিশুদের অপরিচ্ছন্ন জায়গায় খাবার পরিবেশন করা হয়। অনেক সময় খাবারের উপর দিয়ে কুকুর দৌড়ে যায়। ছাগল খাবারে মুখ দেয়। নজরদারির অভাবে বাচ্চারা মাঝেমধ্যেই পাকা রাস্তায় উঠে যায় বলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সহায়িকাদের কোনও হেলদোল নেই। 

    মঙ্গলবার এসএসকে’র দু’জন পড়ুয়া মারামারি করে। স্কুলের বাইরের থেকে কয়েকজন এসে তাদের থামায়। অভিযোগ, এসএসকে’তে ওই সময় থাকা সহায়িকারা কোনও ব্যবস্থা নেননি। এসব নিয়েই বুধবার এসএসকে’তে এসে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শিশুশিক্ষা কেন্দ্রের চারজন সহায়িকাকে এই স্কুলে আর প্রয়োজন নেই বলেও তাঁরা দাবি তোলেন। 

    অভিভাবক কুঞ্জ শর্মা, অঞ্জনা রায় প্রমুখ বলেন, মাঝেমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা উচিত। নিয়মিত নজর রাখলে এমন অবস্থা হতো না বলে আমাদের ধারণা। আমরা চাই, এই সহায়িকাদের বদলি করে অন্যদের দায়িত্ব দেওয়া হোক। 

    আর এক অভিভাবক মর্জিনা বেগম বলেন, আমার মেয়ে এই এসএসকে’তে পড়ে। সে বাড়িতে এসে জানিয়েছে, ক’দিন আগে ওর ভাতের থালার উপর দিয়ে কুকুর দৌড়ে গিয়েছে। অভিভাবক বাপ্পা ইসলাম বলেন, সহায়িকারা সঠিক সময় আসেন না। পড়াশোনা কার্যত হয় না বললেই চলে। 

    সহায়িকা যমুনা রায়ের দাবি, আমরা প্রত্যেকেই কমবেশি চার-পাঁচ কিমি দূর থেকে আসি। রাস্তায় যানজট থাকে বলে একটু বেশি সময় লাগে আসতে। খারাপ চাল খাওয়াই না। কেন অভিভাবকরা এমন অভিযোগ করছেন জানি না। 

    ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, এক আধিকারিককে সেখানে পাঠানো হয়েছিল। সমস্যা মিটেছে। গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানালে তদন্ত করে দেখা হবে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এসএসকে’তে যাই। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 

     বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)