প্লাস্টিকের ব্যবহার রুখতে উদ্যোগ আজ মালদহ জেলাজুড়ে অভিযান
বর্তমান | ০৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্লাস্টিক ক্যারিব্যাগের অপকারিতা বোঝাতে এবং ব্যবহার কমাতে এবার স্কুল পড়ুয়াদের নিয়ে শপথ গ্রহণ করবে প্রশাসন ও পুরসভা। আজ, বৃহস্পতিবার মালদহ জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, ব্লক, শহরের বাজার সহ মেডিক্যাল কলেজে সচেতনতা অভিযানে নামবেন প্রশাসনের কর্তারা। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া জানান, প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
মালদহ জেলায় প্লাস্টিক ক্যারিব্যাগের যথেচ্ছ ব্যবহার নতুন নয়। ব্যবহৃত প্লাস্টিক আটকে ইংলিশবাজার শহরের বিভিন্ন বাজারের নিকাশিনালার মুখ প্রায় বন্ধের মুখে। শহরের প্রায় প্রত্যেক খোলা নর্দমা প্লাস্টিক ক্যারিব্যাগে ভরে গিয়েছে। প্রশাসনের তরফে বারবার সচেতন করেও প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রোখা যায়নি। বৃহস্পতিবার মালদহ জেলাজুড়ে পালিত হবে আন্তর্জাতিক প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত দিবস। সেজন্য বুধবার জেলা প্রশাসনিক কার্যালয়ে বৈঠক করা হয়। যেখানে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর এবং মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মালদহ জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক শেখ আনসার আহমেদ জানান, ৩ জুলাই উৎসাহের সঙ্গে জেলাজুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত দিবস পালন করা হবে। এদিন তারই পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার ১৪৮ টি গ্রাম পঞ্চায়েত এবং ১৫ টি ব্লকের পাশাপাশি জেলা সদরেও প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত দিবস পালন করা হবে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানদের এবং ব্লকে বিডিওদের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার বড় বড় বাজার-হাটে অভিযান চালানো হবে। কোথাও প্লাস্টিক পড়ে থাকতে দেখলে তাঁরাই সেগুলি সংগ্রহ করে নষ্ট করে দেবেন। মানুষকেও সচেতন করা হবে। প্লাস্টিক ক্যারিব্যাগের বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ বিলি করা হবে। ইংলিশবাজার শহরে একই কর্মসূচি নেওয়া হয়েছে, তবে একটু অন্যভাবে। এখানে একশো স্কুলপড়ুয়াকে সঙ্গে নিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রুখতে শপথ বাক্য পাঠ করবেন জেলা প্রশাসন ও পুরসভার কর্মীরা। এরপর শহরের বিভিন্ন প্রান্তে র্যালি করে তিনটি জায়গায় অভিযান চালানো হবে। ছাত্রছাত্রীদের নিয়ে একটি দল অভিযান চালাবে শহরের চিত্তরঞ্জন বাজারে। বাকি দু’টি দল মালদহ মেডিক্যাল কলেজ ও অতুল মার্কেটে অভিযান চালাবে। মালদহে আন্তর্জাতিক প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত দিবস পালনের আগে জেলা প্রশাসনিক কার্যালয়ে মার্চেন্টস চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের নিয়ে অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের বৈঠক।-নিজস্ব চিত্র