• বেপরোয়া মাফিয়ারা! রাতে খুঁটি পুঁতে স্কুলের জমি দখল
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: বেপরোয়া জমি মাফিয়ারা। এবার রাতে খুঁটি পুঁতে স্কুলের জমি দখলের চেষ্টা। বুধবার সকালে স্কুলের মাঠে তিনটি খুঁটি দেখে চক্ষু চড়কগাছ স্কুলের শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া ও অভিভাবকদের। ঘটনাটি আলিপুরদুয়ার-১ ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েতের পররপার বিএফপি স্কুলে। তবে, কে বা কারা স্কুলের জমি দখলের চেষ্টায় খুঁটি পুঁতেছিল, তা জানা যায়নি। যদিও স্কুল কর্তৃপক্ষ এক ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছে। 

    খুঁটি পুঁতে স্কুলের জমি দখলের চেষ্টার প্রতিবাদে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে স্কুলের সামনে আলিপুরদুয়ার-সোনাপুর ৩১ ডি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভের জেরে জেলার ওই ব্যস্ত রুটে এদিন তীব্র যানজট হয়। ঘটনাস্থলে আসে পুলিস ও আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষকান্তি রায়। 

    প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর পুলিসের হস্তক্ষেপে পড়ুয়া ও অভিভাবকরা স্কুলের মাঠে পোঁতা খুঁটিগুলি উপড়ে ফেলেন। স্কুল কর্তৃপক্ষ আলিপুরদুয়ার-১ এর বিডিও ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে চিঠি দেয় এদিন। ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শুক্রবার সার্কেল অফিসে বৈঠক ডেকেছে।

    পররপার বিএফপি স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৩১ সালে। স্কুলের প্রধান শিক্ষক মানিক দত্ত বলেন, বুধবার স্কুলে এসে দেখি কে বা কারা স্কুলের মাঠে খুঁটি পুঁতে দিয়েছে। স্কুলের ৯৪ বছর হলো। অতীতে স্কুলের জমি দখলের চেষ্টা কেউ কোনও দিন করেনি। এখন কেন হল, বুঝতে পারছি না। স্কুলের তরফে বিডিও ও আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়েছে। 

    স্কুলের এক অভিভাবক রমেশ রায় বলেন, এভাবে স্কুলের জমি কাউকে দখল করতে দেওয়া হবে না। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, পররপারের ওই স্কুলের জমি দখল মেনে নেওয়া যায় না। আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার মিটিং ডাকা হয়েছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)