• বিষ্ণুপুরে উল্টো রথে জোরে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে উল্টো রথে পাড়ায় পাড়ায় জোরে মাইক বাজালে তা বাজেয়াপ্ত করা হবে। আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিষ্ণুপুর থানা আয়োজিত বৈঠকে এব্যাপারে মাইক ব্যবসায়ী এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের কড়া বার্তা দেওয়া হয়। থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা সহ অন্যান্য পুলিস আধিকারিকরা। কৃষ্ণগঞ্জ ও মাধবগঞ্জ রথ কমিটির কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ক্লাব ও মাইক ব্যবসায়ীরা ছিলেন। 

    আইসি বলেন, গত কয়েকবছর ধরে বিষ্ণুপুরে শান্তিপূর্ণভাবে উল্টো রথের অনুষ্ঠান হয়ে আসছে। গত বছর কিছু জায়গায় বয়স্ক মানুষজনদের কাছ থেকে জোরে মাইক বাজানোর অভিযোগ পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে পুলিস ওই মাইক বন্ধ করে দিয়ে আসে। এবার ক্লাবের কর্মকর্তা ও মাইক ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। রথে আনন্দ উপভোগ যেন অন্যের নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায়, এদিন সেই বার্তা দেওয়া হয়েছে। কৃষ্ণগঞ্জ আটপাড়া ষোলোআনা কমিটির সভাপতি রবিলোচন দে বলেন, বৃহস্পতিবার থেকে উল্টো রথের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। শুক্রবার বকুলকুঞ্জ অনুষ্ঠান হবে। শনিবার প্রভু রাধালালজিউ ঠাকুর নগর পরিক্রমা করবেন। ওই উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। তাতে ১০টি চৌদাল, চন্দননগরের আলোকমালা, বিভিন্ন দেবদেবীর মূর্তি বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা হবে। বিশৃঙ্খলা ঠেকাতে পুলিসের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকরাও সর্বদা সজাগ থাকবেন। মাধবগঞ্জ ১১পাড়া ষোলোআনা কমিটির কোষাধ্যক্ষ মৃণাল বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের প্রভু মদনগোপালজিউ-এর নগর পরিক্রমায় পাঁচটি চৌদাল, পাঁচটি মাটির রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও চন্দননগরের আলোকমালা থাকবে। হরেক বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা হবে। বিশৃঙ্খলা এড়াতে পুলিসের নির্দেশ মতো আমরা শোভাযাত্রা পরিচালনা করব। বৈঠকে উপস্থিত বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা বলেন, আগে বহু পাড়ায় জোরে মাইক বাজানোকে কেন্দ্র করে অশান্তি তৈরি হতো। তবে পুলিসের হস্তক্ষেপে গত কয়েকবছর ধরে তা হয় না। মাইকের আওয়াজও তুলনামূলক কম রাখা হয়। এবারও তার অন্যথা হবে না। মাইক ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, আমরা জোরে মাইক বাজাতে চাই না। কিন্তু, অনেক সময় মদ্যপদের কারণে তা হয়ে ওঠে না। এবিষয়ে ক্লাব কর্তারা সজাগ থাকলে ভালো হয়।
  • Link to this news (বর্তমান)