• নাবালিকাকে নগ্ন করে নির্যাতনের অভিযোগে সস্ত্রীক তান্ত্রিক গ্রেপ্তার
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: নগ্ন করে এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক তান্ত্রিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। নির্যাতনের জেরে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। অবশেষে পরিবারের কাছে সব খুলে বলে নাবালিকা। এরপরই বুধবার বিকেলে সস্ত্রীক তান্ত্রিকের নামে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। পুলিস তান্ত্রিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। ময়ূরেশ্বর থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

    পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তান্ত্রিক ও নাবালিকার বাড়ি একই গ্রামে। ওই নাবালিকা স্থানীয় হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। দিন কয়েক আগে ওই নাবালিকা বাড়িতে একাই ছিল। অভিযোগ, সেই সময় নাবালিকাকে ডেকে নিয়ে যায় তান্ত্রিক বীরু দাস। সেখানে বীরু ও তার স্ত্রী অন্নপূর্ণা দাস নাবালিকাকে আটকে রেখে নগ্ন করে ব্যাপক অত্যাচার চালায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সেই সঙ্গে ঘনঘন জ্ঞান হারাতে থাকে। কাউকে বললে তন্ত্র সাধনার জোরে ক্ষতি করে দেওয়ার হুমকি দেওয়ায় সে ভয়ে কাউকে কিছু বলেনি। 

    এদিকে ডাক্তার দেখিয়েও ওই নাবালিকা সুস্থ না হওয়ায় বাড়ির লোকজন চিন্তা পড়ে যান। অবশেষে এদিন সকালে বাডির লোকজনকে সব খুলে বলে ওই নাবালিকা। এরপরই বিকেলের দিকে নাবালিকাকে সঙ্গে নিয়ে থানায় ওই তান্ত্রিক ও তার স্ত্রীর নামে অভিযোগ দায়ের করা হয়। থানাতেও একাধিকবার জ্ঞান হারায় ওই নাবালিকা। এরপরই পুলিস সস্ত্রীক তান্ত্রিককে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)