• নাবালিকাকে ধর্ষণ ও ভিডিও, ধৃত দুই, বহরমপুরে অভিযুক্তদের বিরুদ্ধে পকসোয় মামলা
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: একমাস ধরে বারবার ১৫বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এমনকী, ধর্ষণের মুহূর্তের ভিডিও করে রাখা হয়। সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে চলেছে যৌন নিপীড়ন। বহরমপুরে এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। পুলিস নাবালিকার মায়ের অভিযোগ পেয়ে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। ধৃতদের একজন আবার মেয়েটির আত্মীয়। তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। অভিযুক্তদের মোবাইল বাজেয়াপ্ত করে পুলিস ধর্ষণের ভিডিও এবং আরও বেশ কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে।

    পুলিস জানিয়েছে, নৃশংসভাবে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয়। পকসো আইনের ছয় নম্বর ধারায় অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের সময় তাদের দু’জনের মোবাইল থেকে ধর্ষণের ভিডিও ও ছবি উদ্ধার হয়েছে, যা তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণকে শক্তিশালী করেছে।

    বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, অভিযুক্ত দুই যুবকই বিভিন্ন সময়ে ওই নাবালিকাকে ধর্ষণ করেছে। মেয়েটির শারীরিক পরীক্ষা করানো হচ্ছে। অভিযুক্তদের বুধবার বহরমপুর পকসো আদালতে তোলা হয়। বিচারক তাদের পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

    অভিযোগ, কিশোরীকে ভয় দেখিয়ে প্রায় একমাস ধরে যৌন নির্যাতন চালিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ধর্ষণের মুহূর্ত অভিযুক্তরা মোবাইলে বন্দি করেছিল। এরপর মেয়েটিকে এই বলে ভয় দেখিয়েছে যে কাউকে ঘটনার কথা জানালে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে ওই নাবালিকা মুষড়ে পড়েছিল। আর সেই সুযোগে দিনের পর দিন তাকে ধর্ষণ ও যৌন নির্যাতন চালিয়ে যাওয়া হয়। নাবালিকার বাড়িতেই অভিযুক্তরা বারবার তাকে ধর্ষণ করেছিল বলে পুলিস মনে করছে। বিষয়টি জানাজানি হতেই কিশোরীর মা সোজা থানার দ্বারস্থ হন।

    কিশোরীর পরিবারের এক সদস্য বলেন, আমাদের বাড়ির মেয়ের সঙ্গে ওরা যা করেছে, তা যেন আর কারও সঙ্গে না করতে পারে। পুরো ঘটনা পুলিসকে জানানো হয়েছে। পুলিসও অভিযুক্তদের তাড়াতাড়ি গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে বেশ কিছু তথ্যপ্রমাণও তারা হাতে পেয়েছে। আমরা ওই দু’জনের কড়া শাস্তি চাইছি। আশা করছি, সঠিক বিচার পাব।

    পুলিস ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করেছে। সেই মোবাইল থেকে ঘটনার বেশ কিছু ভিডিও ও ছবি পাওয়া গিয়েছে। পুলিস তা তথ্যপ্রমাণ হিসেবে আদালতে পেশ করবে। সেজন্য ওই ভিডিও এবং ছবি ফরেন্সিক পরীক্ষা করাতে পাঠানো হচ্ছে। নাবালিকার উপর এমন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন বহরমপুরের বাসিন্দারা।
  • Link to this news (বর্তমান)