সংবাদদাতা, কাকদ্বীপ: পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল ও ধর্না কর্মসূচিতে অংশগ্রহণ করলেন শতাধিক মৎস্যজীবী। বুধবার সকাল দশটার সময় কাকদ্বীপের ময়নাপাড়া স্টপ থেকে জেটিঘাট পর্যন্ত তাঁরা মিছিল করে যান। দাবিগুলি জানিয়ে মৎস্যজীবীরা বনদপ্তরের আধিকারিকদের কাছে একটি স্মারকলিপিও জমা দেন। তাঁদের দাবি, ময়নাপাড়া জঙ্গল সহ সুন্দরবনের নদী ও খাঁড়ি– সর্বত্রই মাছ-কাঁকড়া শিকার, নিরাপদে নৌকা রাখার ব্যবস্থা এবং শুকনো জ্বালানি কাঠ সংগ্রহের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। মৎস্যজীবীদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। তাঁদের আরও দাবি, সুন্দরবনের নদী-খাঁড়ি-জঙ্গলে সরকারি নিয়ম অনুযায়ী দু’মাস মাছ শিকার বন্ধের সময়ে মাসে পাঁচ হাজার টাকা করে সহায়তা দিতে হবে।
এদিন মৎস্যজীবীরা বনদপ্তরের অফিসের সামনে ধর্নায় বসেন। সেখানে মৎস্যজীবী সংগঠনের নেতারা বক্তব্য পেশ করেন। প্রায় দুপুর একটা পর্যন্ত এই ধর্না চলার পরে ধর্নাস্থলে পৌঁছয় পুলিস। তাদের মধ্যস্থতায় বনদপ্তরের আধিকারিকরা আলোচনার আবেদন রাখেন। সেই মতো মৎস্যজীবীদের পক্ষ থেকে ন’জনের একটি প্রতিনিধি দল বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার শেষে ধর্না উঠে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিজস্ব চিত্র