• লেভেল ক্রসিংয়ের দাবিতে রেল অবরোধ, ট্রেন বন্ধে তীব্র দুর্ভোগ
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রায়ই রেললাইন পারাপার করার সময় ঘটছে দুর্ঘটনা। তাই এবার স্থায়ীভাবে একটি লেভেল ক্রসিং করতেই হবে। এই দাবিতে বুধবার সোনারপুরের রাধাগোবিন্দপল্লি এলাকায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এর জেরে ক্যানিং শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। যতক্ষণ না সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস মিলছে, ততক্ষণ অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। পরে রেল পুলিসের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন তাঁরা। তবে এর ফলে আধ ঘণ্টারও বেশি সময় ধরে আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে কয়েকটি ট্রেন। তীব্র ভোগান্তির শিকার হন যাত্রীরা।

    এলাকাবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই রেললাইনের উপর দিয়ে যাতায়াত চলছে। কিন্তু সুরক্ষার কোনও ব্যবস্থা নেই। রাজপুর সোনারপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ও সোনারপুরের একাধিক পঞ্চায়েতের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করেন। স্কুল-কলেজ পড়ুয়াদের পাশাপাশি অফিস যাত্রী থেকে রোগী, সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সাইকেল, রিকশ, বাইক ও অন্যান্য যানবাহনও এই রেললাইন পার করে যাওয়া-আসা করে। বহুদিন ধরেই এখানে লেভেল ক্রসিং করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর গত সোমবার ওখানে রেললাইন পারাপার করার সময় একটি পণ্যবাহী গাড়ি আটকে যায়। ডাউন ক্যানিং লোকাল সেটিকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। তাই বুধবার রাস্তাটি দিয়ে রেল লাইন পারাপারের জায়গা বন্ধ করার কাজ শুরু করেছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু তাতে আরও ক্ষেপে যান বাসিন্দারা।

    তাই এদিন এলাকার মানুষজন একজোট হয় আন্দোলনে নামেন। ক্রসিংয়ের মুখে মাইক বেঁধে আন্দোলনের রূপরেখা ঠিক করেন কয়েকজন বাসিন্দা। এরপর সকাল দশটার পরে শুরু হয় রেল অবরোধ। তখন ক্যানিং যাওয়ার একটি লোকাল সোনারপুর স্টেশন ছেড়ে সবে এগচ্ছিল। রেল লাইনের উপর মানুষের ভিড় দেখে চালক ট্রেন থামিয়ে দেন। বিক্ষোভকারীদের বক্তব্য, এই রাস্তা বন্ধ হয়ে গেলে জনজীবন স্তব্ধ হয়ে যাবে। তাই সমস্যার স্থায়ী সমাধান চাই। যদিও এদিনের ঘটনা নিয়ে রেলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
  • Link to this news (বর্তমান)