• রাস্তার জল ছিটকে বাইক চালকের গায়ে, মারধরের ঘটনায় গ্রেপ্তার ২
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিয়ে করে নবদম্পতি ফিরছেন বাড়িতে। তাঁদের গাড়ি একটু এগিয়ে গিয়েছে। তাঁদের ধরতে দ্রুত ছুটছিল পিছিয়ে পড়া বরযাত্রীদের অন্য একটি গাড়ি। তাতেই ঘটল বিপত্তি। সেই গাড়ির চাকায় রাস্তার জল ছিটকে গিয়ে লাগে এক বাইক চালকের গায়ে। তার জেরে কার্যত ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিসকে। গ্রেপ্তার করা হয় দুই বাইক আরোহীকে। একজন পলাতক। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শাসন থানার ধোকরা এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধোকরা থেকে বিয়ে করে সন্ধ্যায় নবদম্পতি ভাঙড়ে পোলেরহাটে রওনা দিয়েছিল। সঙ্গে থাকা বরযাত্রীর গাড়ির চাকা থেকে ছিটকে যাওয়া জল বাইক চালকের গায়ে লাগ। হঠাৎই বরযাত্রীদের গাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে যান চালক ও আরোহীরা। শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। খবর যায় পাত্রীপক্ষের বাড়িতে। তাঁরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর শুরু হয়ে যায় মারপিট ও ধস্তাধস্তি। ঘটনাস্থলে আসে শাসন থানার পুলিস। সেখান থেকেই অভিযুক্ত নজরুল আলি ও সামিন আলিকে গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযুক্ত অবশ্য পলাতক। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে পুলিস দ্রুত পৌঁছনোর কারণে বড় বিপত্তি এড়ানো গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)