• গ্যালিফ স্ট্রিটে ৪০ বস্তা পাখির খাবার, টাকা চুরি
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্যালিফ স্ট্রিটের গোডাউন থেকে রাতের অন্ধকারে ৪০ বস্তা পাখির খাবার এবং ২০ হাজার টাকা নগদ চুরি যাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই তদন্তের কিনারা করল টালা থানার পুলিস। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি এক নাবালককে আটক করেছে পুলিস। ধৃতরা হল অনময় দাস, সানি দাস এবং সূর্য দাস। ২৯-৩০ জুন গভীর রাতে ২০ নম্বর গ্যালিফ স্ট্রিটে এক ব্যবসায়ীর গোডাউনের তালা ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা দামের পাখির খাবার এবং নগদ ২০ হাজার টাকা চুরি যায়। টালা থানায় লিখিত অভিযোগ জানালে তদন্তে নামে পুলিস। একটি ম্যাটাডরের নম্বর হাতে আসে তদন্তকারীদের। প্রথমে ওই ম্যাটাডরের চালককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্যালিফ স্ট্রিটেরই অন্য এক গোডাউন থেকে খোয়া যাওয়া ৪০টির মধ্যে ৩৬ বস্তা উদ্ধার হয়েছে।
  • Link to this news (বর্তমান)