নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুভাষ সরোবরের কাছে একটি দোকানে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিস। সেখান থেকেই স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করে তারা। ধৃতদের নাম অজয় মণ্ডল ওরফে চিন্টু (৩৮) ও পঙ্কজ বিশ্বাস ওরফে মিষ্টি (৩০)। তোলাবাজি, হুমকি, ভয় দেখানোর অভিযোগে তাঁরা দু’জনেই আগে পুলিসের হাতে গ্রেপ্তার হয়েছিল বলে লালবাজার সূত্রে খবর। তাঁদের থেকে মিলেছে একটি ওয়ান শটার এবং দুই রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে ফুলবাগান থানার পুলিস। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।