• তিলজলায় ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলার সাপগাছি রোডের বাড়ি থেকে বুধবার সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম নীলকান্ত দাস (৩৯)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা থানার পুলিস। যুবককে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, যুবক আত্মঘাতী হয়েছেন। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিস জানিয়েছে, সম্প্রতি আর্থিক অনটনে ভুগছিলেন ওই যুবক। তার জেরেই এই আত্মহত্যা বলে অনুমান তদন্তকারীদের।
  • Link to this news (বর্তমান)