বাইকের সঙ্গে ধাক্কার জের, বদলা নিতে পুলিসের সামনেই গাড়ি ভাঙচুর, ধৃত ৭
বর্তমান | ০৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: একই বাইকে ছিল তিন সওয়ারি। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। ওই বাইকের সঙ্গে ধাক্কা লেগেছিল একটি চারচাকা গাড়ির। দুর্ঘটনার কারণে ওই গাড়ির মালিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বাইক আরোহীরা। ঘটনার একদিন পর পুলিসের সামনেই ওই গাড়ি ভাঙচুর করে বদলা নিল একদল যুবক। মারধর করা হয়েছে গাড়ির মালিককেও। মঙ্গলবার রাতে রাজারহাট চৌমাথা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাস্তা থেকে পুলিসের গার্ডরেল তুলে গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙা হয়েছে। তবে, ঘটনার পরপরই ব্যবস্থা নিয়েছে রাজারহাট থানার পুলিস। হামলাকারী সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত। নিউটাউন সিটি সেন্টার ২ এলাকার এক বাসিন্দা নিজের গাড়িতে করে রাজারহাটের দিকে যাচ্ছিলেন। রাজারহাট রোডে ওই বাইকের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। বাইকে থাকা তিনজন গাড়ির ছবি তুলে রাখে। মঙ্গলবার রাতে গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন গাড়ির মালিক। তখনই কয়েকজন যুবক তাঁকে রাস্তায় আটকায়। অভিযোগ, প্রথমে ইট ও পাথর ছোড়া হয়। আক্রান্ত হওয়ায় গাড়ি নিয়ে মালিক রাজারহাট চৌমাথার দিকে চলে যান। পিছনে বাইক নিয়ে ধাওয়া করে যুবকরা।
চৌমাথায় ট্রাফিক পুলিসের পোস্টে গিয়ে সাহায্য চান গাড়ির মালিক। তখনই ৫০-৬০ এসে তাঁকে মারধর শুরু করে। পুলিস তাঁকে উদ্ধার করে। তখন পুলিসের সামনেই রাস্তা থেকে গার্ডরেল তুলে গাড়িতে ছোড়ে অভিযুক্তরা। প্রকাশ্য রাস্তায় এই তাণ্ডব দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।