নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আরডিএক্স দিয়ে ‘ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট’ উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল রাজ্য সরকারের কাছে। মঙ্গলবার সাতসকালেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রধান সচিবের কাছে ওই হুমকি ই-মেল এসেছিল। ওইদিন বিকেল ৪টের সময় বিস্ফোরণ হবে বলে জানানো হয়েছিল। পুলিস ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দপ্তরে যে ই-মেলটি এসেছে তা বেশ বিভ্রান্তিকর। নীচে একেবারে বাঁদিকে প্রেরকের নাম লেখা আছে। তার পাশে লেখা আছে, সিপিআই (মাও)! আবার চিঠির ভিতরে পাকিস্তানের আইএসআই, শ্রীলঙ্কার এলটিটিই’র কথাও উল্লেখ করা আছে! চিঠিতে বিভিন্ন ধরনের অযৌক্তিক কথাও লেখা আছে। চিঠির বাক্যগঠনও ঠিক নেই। তাই প্রাথমিক তদন্তে অনুমান, বিভ্রান্তি ছড়ানোর জন্যই পরিকল্পনা করে কেউ বা কারা ই-মেল পাঠিয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ২৪ মিনিটে এই ই-মেল পাঠানো হয়েছে। যার নামের পাশে ‘মাওবাদী’ লেখা আছে, তার ই-মেল আইডিও দেওয়া রয়েছে। পুলিসের অনুমান, তা ভুয়ো। তবুও ওই আইডির সূত্র ধরে আইপি অ্যাড্রেসের খোঁজ করছে। যাতে আসল প্রেরকের খোঁজ মেলে। প্রসঙ্গত, পিএইচই সদর দপ্তর, ‘নিজলয়’, সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত। ই-মেল আসার পর পুলিস, বম্ব ও ডগ স্কোয়াড তল্লাশি চালায়। তবে, কিছুই পায়নি তারা।