নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দীর্ঘদিন ধরে জমা জল ও জঞ্জালের স্তূপ নিয়ে সমস্যায় উত্তর বারাকপুর পুরসভার মানুষ। পাশাপাশি জঞ্জাল কর নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। এই অবস্থার অবসান চেয়ে বুধবার উত্তর বারাকপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন সিপিএমের নেতা-কর্মীরা। পুরসভার গেট আটকে স্লোগান দেওয়া হয়। পরে পুর চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়। তাঁদের দাবি, জঞ্জাল কর প্রত্যাহার করতে হবে। বর্ষার আগে সমস্ত রাস্তার সংস্কারের দাবি করা হয়েছে। পানীয় জল নিয়ে সমস্যার কথা বলা হয়েছে। বামেদের দাবি, নিকাশি ব্যবস্থা সংস্কার ও প্রতিদিন জঞ্জাল অপসারণের স্থায়ী বন্দোবস্ত করতে হবে। সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় দাবি করেন, পুরসভা কোনও কাজই করছে না। দুটি ওয়ার্ড কাউন্সিলার শূন্য। একজন কাউন্সিলার ‘পলাতক’। ভাইস চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। রাস্তাঘাট সারাই হচ্ছে না। মানুষ দুর্ভোগে রয়েছে।
অভিযোগ খণ্ডন করে পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের জন্য ২০০ বিঘা জমি বরাদ্দ ছিল। সেই জমি জলের দামে বিক্রি করে দিয়েছে সিপিএম পরিচালিত বোর্ড। ওই জমি থাকলে আজ এই সমস্যা হতো না। ৬২ লক্ষ টাকা দেনা করে গিয়েছে বাম সরকার পরিচালিত বোর্ড। জমি কেনা হয়ে গেলেই সেখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে। চেয়ারম্যানের দাবি, কেন্দ্রীয় আইন অনুযায়ী জঞ্জাল কর নেওয়া হচ্ছে।