• বারুইপুরে প্রথম, শিশু শিক্ষা সদন স্কুলে চালু স্মার্ট ক্লাসরুম
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: কথিত আছে, সরকারি প্রাথমিক স্কুলে বর্তমানে পড়ুয়া কমছে। সেখানে ব্যতিক্রম বারুইপুরের শিশু শিক্ষা সদন জিএসএফপি স্কুল। এখন সেখানে পড়ুয়া ৪৫০ জন। তাঁদের কথা ভেবেই বুধবার ওই স্কুলে চালু হল স্মার্ট ক্লাসরুম। উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক, বিডিও সৌরভ মাজি প্রমুখ। ডিজিটাল ক্লাস রুমটির নাম দেওয়া হয়েছে এপিজে আব্দুল কালাম ক্লাস।

    অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাথমিক স্কুলে এমন ব্যবস্থা দরকার ছিল। অন্য স্কুলগুলিরও এই চিন্তা করা উচিত। বারুইপুরের মধ্যে প্রথম হল এটি। স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি কয়াল বলেন, এই ক্লাসরুমে ই লার্নিং বা মূলত অডিও-ভিস্যুয়াল মাধ্যমে পড়াশোনা হবে। এতে পড়ুয়ারা উৎসাহিত হবে। এখানে আগামী দিনে এসিও বসানো হবে। তবে এই স্কুলে পড়ুয়া বেশি থাকলেও ঘরের সমস্যা রয়েছে। বিষয়টি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বিধায়কের কাছে তুলে ধরেন। তারপরেই বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় স্কুলে নতুন ভবন নির্মাণের জন্য বিধায়ক তাহবিল থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া 

    হবে বলে জানান।
  • Link to this news (বর্তমান)