• ক্যাবে ফেলে আসা দেড় লক্ষ টাকা ফিরে পেলেন সত্তরোর্দ্ধ
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর ও দক্ষিণ ২৪ পরগনা: অ্যাপ ক্যাবে ফেলে এসেছিলেন টাকা ভর্তি ব্যাগ। ব্যাগে টাকার সঙ্গে পাসপোর্ট, আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ব্যাগ হারিয়ে অথই জলে পড়েছিলেন দক্ষিণ দমদমের বৃদ্ধ। ঘুঘুডাঙা ফাঁড়ির সক্রিয়তায় ঘণ্টা পাঁচেকের মধ্যে ব্যাগ ফেরত পেয়েছেন বৃদ্ধ।  মঙ্গলবার দমদম ছাতাকলের বাসিন্দা সুকুমার সাহা কলকাতা জিপিও থেকে একটি অ্যাপ ক্যাবে উঠেছিলেন। ছাতাকলে পৌঁছে ক্যাব থেকে নেমে গেলেও ব্যাগ নিতে ভুলে যান। তাতে ১ লক্ষ ৩৫ হাজার টাকা ছাড়াও আধার কার্ড, পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র ছিল। রাতে ব্যাগের কথা মনে পড়ে ৭৩ বছর বয়সি বৃদ্ধের। রাত সাড়ে আটটা নাগাদ তিনি নাগেরবাজার থানার ঘুঘুডাঙা ফাঁড়িতে যান। ফাঁড়ি ইনচার্জ অনিমা বিশ্বাসের নেতৃত্বে পুলিসকর্মীরা দ্রুত চালককে চিহ্নিত করার চেষ্টা করেন। মধ্যরাতে ইকবালপুরের বাসিন্দা তথা গাড়ির চালক মহম্মদ শাহবাজ ওরফে শাহরুখকে থানায় ডেকে পাঠানো হয়। রাত দেড়টা নাগাদ তিনি এসে টাকা ও নথিপত্র সহ ব্যাগ বৃদ্ধের হাতে তুলে দেন।  অন্যদিকে, অটোতে ফেলে যাওয়া ব্যাগ এক ঘণ্টার মধ্যে পর্যটকের হাতে তুলে দিল ক্যানিং থানার পুলিস। নবদ্বীপ থেকে আসা একটি পরিবার সুন্দরবন ঘুরে বুধবার বিকেলে সোনাখালি থেকে ক্যানিং আসছিল। স্টেশনের কাছে নামার সময় একটি অটোতে ব্যাগ ফেলে আসেন তাঁরা। পরে ক্যানিং থানার দ্বারস্থ হন। পুলিস অটো চালককে চিহ্নিত করে, ব্যাগ উদ্ধার করে তুলে দেয় পর্যটকদের হাতে। তাতে দু’টি মোবাইল ও টাকা ছিল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)