• আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ ও বিক্ষোভে উত্তপ্ত পাথরপ্রতিমা
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: রাস্তা অবরোধের জেরে বুধবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল পাথরপ্রতিমার রামগঙ্গা। রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন মেশিন ভ্যান ও ম্যাজিক গাড়ির চালকরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে অবরোধ চলে। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    স্থানীয় সূত্রে খবর, সকাল আটটা নাগাদ রামগঙ্গার বিডিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে মেশিন ভ্যান ও ম্যাজিক গাড়ি পিচ রাস্তা ঘিরে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপরই চালকেরা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলে। ঘটনার জেরে রাস্তার দু’ধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, প্রায় ২৫ বছর ধরে রামগঙ্গা থেকে মিলন মোড় পর্যন্ত মেশিন ভ্যান ও ম্যাজিক গাড়ি যাত্রী বহন করে। কিন্তু দু’বছর ধরে এই রাস্তায় টোটো চলাচল করছে। তারপর থেকেই সমস্যা তৈরি হয়। বিগত কয়েক মাস আগেও একই সমস্যা তৈরি হয়েছিল। 

    বিক্ষোভকারী ভক্তিপদ মান্না বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রাস্তায় মেশিন ভ্যান চালাই। হঠাৎ করে টোটো চলাচল করার কারণে যাত্রী সংখ্যা কমে যায়। তখন থেকেই সমস্যা। প্রশাসন হস্তক্ষেপ করে সেই সময় সমাধান করে দিয়েছিল। টোটো চলাচলের জন্য একটি নির্দিষ্ট রাস্তা বলে দেওয়া হয়েছিল। তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ১ জুলাই থেকে আবারও টোটো চালকেরা একই রাস্তায় যাতায়াত করছে। যে কারণে সমস্যা তৈরি হয়েছে।’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয়পক্ষকে বসিয়ে এই সমস্যার সমাধান 

    করা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)