• খড়দহে তৃণমূলের কাউন্সিলার তোলাবাজিতে অভিযুক্ত? কল রেকর্ড ভাইরাল!
    বর্তমান | ০৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: খড়দহে প্রোমোটারের কাছে টাকা চাইছেন এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলার। কোন চেকে তিনি টাকা দেবেন তাও বলে দেওয়া হচ্ছে। এমন এক কল রেকর্ড ভাইরাল হতেই শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে শাসক দলের ওই কাউন্সিলার তাঁর মায়ের অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, এই টাকা তিনি নিয়েছিলেন ‘এলাকার উন্নয়নের জন্য’। পরে তা ফেরতও নিয়েছেন ওই প্রোমোটার।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিতর্কিত কাউন্সিলার হলেন খড়দহের ২২ নম্বর ওয়ার্ডের মধুরিতা গোস্বামী মুখোপাধ্যায়। এদিন তাঁর একটি কল রেকর্ড ভাইরাল হয়।  তাতে শোনা যায়, এক প্রোমোটার জানতে চাইছেন, কোন অ্যাকাউন্টে তিনি টাকা পাঠাবেন। তিনি দু’জনের নাম জানিয়ে তাঁদের নামে চেক দিতে বলেন। ওই প্রোমোটার জানতে চান, কেন অন্যের নামে চেক কাটবেন তিনি। তখন কাউন্সিলার বলেন, ‘আমার নিজের নামে নিলে তো সমস্যা হবে।’ ওই কথোপকথনে আবার টাকা নিয়ে দর কষাকষিও হচ্ছে। প্রোমোটার ‘পাঁচ দেব’ বলেন। তখন কাউন্সিলার আরও বেশি চান। এরপর প্রোমোটার বলেন, ‘এত কোথা থেকে দেব?’ কিছু সময় দরাদরির পর প্রোমোটার বলেন, ‘এখন পাঁচ দেব। পরে বাকিটা দেখছি। এখন এত টাকা নেই।’

    এই বিষয়ে মধুরিতাদেবী বলেন, ‘চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। আমার কোনও অসৎ উদ্দেশ্য থাকলে মায়ের নামে চেক নেব কেন? এলাকার উন্নয়নের জন্য আমি তিন লাখ টাকা নিয়েছিলাম। পরে অবশ্য ওই টাকা আবার উনি নিয়ে নেন।’ 

    এই বিষয়ে খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা সায়ন মজুমদার বলেন, ‘এই ধরনের সংস্কৃতি খড়দহে ছিল না। এটা খুবই অন্যায় কাজ। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই ব্যাপারে দল নিশ্চয় পদক্ষেপ নেবে।’
  • Link to this news (বর্তমান)