• Live: তিরুপতির গোবিন্দরাজু স্বামী মন্দিরের কাছে অগ্নিকাণ্ড
    এই সময় | ০৩ জুলাই ২০২৫
  • তিরুপতির গোবিন্দরাজু স্বামী মন্দিরের কাছে অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে।

    বুধবার দিল্লি থেকে ওয়াশিংটন ডিসিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ভিয়েনায় জ্বালানি নেওয়ার জন্য অবতরণ করে। সেই সময়ে রুটিন ইন্সপেকশনে ওই ফ্লাইটিতে কিছু সমস্যা দেখা গিয়েছিল। এর পরেই ফ্লাইটটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয় ওই ফ্লাইটের যাত্রীদের।

    উত্তরপ্রদেশের হাপুর জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু চার শিশু-সহ পাঁচ জনের। মৃতেরা সকলেই মোটরবাইকের আরোহী। বুধবার রাতে মীরাট-বুলন্দশহর হাইওয়েতে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ওই মোটরবাইকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে হাইওয়ের উপরেই ছিটকে পড়ে পাঁচ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম পাঁচজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

    পশ্চিম আফ্রিকার একটি দেশ মালির এক কারখানায় কর্মরত তিন ভারতীয়কে পণবন্দি করল জঙ্গিরা। এ ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। কথা বলা হয়েছে মালি সরকারের সঙ্গে, জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সূত্রের খবর, ১ জুলাই মালির কায়েস এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। হামলার সময়েই তিন ভারতীয়কে তারা অপহরণ করে নিয়ে যায়।

    ২৪ ঘণ্টাও গেল না, বৃহস্পতিবার ফের ভারতে ‘ব্লক’ হলো একাধিক পাক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এর মধ্যে রয়েছেন যমুনা জায়েদি, হানিয়া আমিরের মতো তারকাদের নামও। 

    বৃহস্পতিবার সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। বেলা ১২টা থেকে সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকবেন বঙ্গে কেন্দ্রের পাঠানো নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদও। সেখান থেকেই এই ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। 

    বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এ দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা-সহ  অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

    কসবার আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার অর্থাৎ আজ সেই মামলাগুলির শুনানি হতে পারে। তবে তার আগে এই মামলাগুলিতে যুক্ত হওয়ার আবেদন জানানো হয়েছে  নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে।

  • Link to this news (এই সময়)