আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতার কলেজে পড়ুয়ার অভিযোগে যখন উত্তাল, তখনই যৌন হেনস্থার অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে।ওই কলেজের এক জুনিওর চিকিৎসককে যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগ আর এক ইন্টার্নের বিরুদ্ধে।
মঙ্গলবার হাসপাতালেই ওই ঘটনা ঘটেছে বলে জুনিয়র চিকিৎসকের অভিযোগ। বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষার কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ করেন তিনি।
বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষা মৌসুমী বন্দ্যোপাধ্যায়ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি কলেজের জেন্ডার হ্যারাসমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। আগামী শুক্রবার এই সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠক রয়েছে। এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে ওই বৈঠকেই।
এই বিষয়ে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাঁর বক্তব্য, 'কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম,সেই কারণেই অপপ্রচার করার জন্য এই অভিযোগ করা হচ্ছে। আমাকে হেনস্থা করার জন্য এটা হচ্ছে।'