সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএ দেয়নি রাজ্য, আদালত অবমাননার মামলার প্রস্তুতি সরকারি কর্মচারীদের
দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৫
ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।
ডিএ সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারী ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘আদালতের দেওয়া সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। তাই নিয়মানুযায়ী আমরা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও সাত দিন সময় দিয়েছিলাম। কিন্তু ইমেলটি পাঠানোর পর রাজ্য সরকারের তরফে কোনও সদুত্তর না পেয়েই আমরা আগামী সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। আমরা সেই প্রস্তুতি শুরুও করে দিয়েছি।’
গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, ছ’সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য সরকার এখনও কোনও উদ্যোগ নেয়নি। উল্টে রাজ্য সরকার শীর্ষ আদালতে জানিয়েছে, তাদের এখন আর্থিক সঙ্কট রয়েছে। তাই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এখনই মেটানো সম্ভব নয়। আরও সময়ের প্রয়োজন রয়েছে। সেজন্য নবান্ন শীর্ষ আদালতের এই অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায়। রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, তারা বকেয়া ডিএ-র ২৫ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত আছেন।
প্রসঙ্গত, ১৬ মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে রোপার অধীনে থাকা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যে পরিমাণ বকেয়া রয়েছে, তার ২৫ শতাংশ আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। ২৭ জুন, শুক্রবার সেই সময়সীমা শেষ হয়েছে।
এর পরেই ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শুক্রবার গভীর রাতে মুখ্যসচিব মনোজ পন্থকে একটি ইমেল পাঠায়। নবান্ন সূত্রে খবর, ওই মেলে লেখা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তবে তারা রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিব প্রভাত মিশ্রর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করবে।