• স্বাস্থ্যসাথীর টাকা হাতাতে হার্নিয়ার বদলে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৫
  • হয়েছিল হার্নিয়া, কাটা হল অ্যাপেনডিক্স। লক্ষ্য ছিল, স্বাস্থ্যসাথীর টাকা হাতানো। তাই উত্তর ২৪ পরগনার পানিহাটির বেসরকারি হাসপাতালের এই তুঘলকি সিদ্ধান্তে জেরবার রোগী এবং তাঁর পরিবারের সদস্যরা। এই ঘটনায় স্বাস্থ্য দপ্তর বিভাগীয় তদন্ত শুরু করেছে অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই চিকিৎসকের বিরুদ্ধে আগেও একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে । এই ঘটনার পর সেগুলিও সামনে আসতে শুরু করেছে ৷

    উত্তর ২৪ পরগনার পানিহাটির দেশবন্ধু নগরের বাসিন্দা বছর ৪৫-এর বিশ্বজিৎ দাস। দীর্ঘদিন ধরেই তিনি হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন ৷ সেজন্য মাস ছয়েক আগে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেই সময় ওই সরকারি হাসপাতালেই কর্মরত ছিলেন অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ দাস। অভিযোগ, তাঁর কাছে চিকিৎসার জন্য যাওয়া হলে তিনি ওই রোগীকে ঘোলার মুড়াগাছার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পরামর্শ দেন। তিনি রোগীকে আশ্বাস দেন স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়ার অস্ত্রোপচার করিয়ে দেবেন। আর সেটা করতে গিয়েই ঘটে বিপত্তি। হার্নিয়ার বদলে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করেছেন তিনি।

    বাড়ি ফেরার কিছুদিন পর থেকেই বিশ্বজিৎ অনুভব করেন, তাঁর হার্নিয়ার জায়গাটি ফুলে রয়েছে। আগের মতো ব্যথাও করছে। এমনকী, অস্ত্রোপচারের অংশ থেকেও রক্তক্ষরণ হচ্ছে ক্রমাগত। এতেই সন্দেহ হয় পরিবারের। সন্দেহ কাটাতে দেরি না-করে রোগীর ইউএসজি পরীক্ষা করানো হয়। আর তাতেই ধরা পড়ে গোটা ঘটনাটি। রিপোর্টে দেখা যায়, ওই রোগীর হার্নিয়ার কোনও অস্ত্রোপচারই হয়নি। পরিবর্তে অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার হয়েছে। রিপোর্ট দেখে হতভম্ব হয়ে যান রোগী ও তাঁর পরিবারের সদস্যরা। স্বাস্থ্যসাথীর টাকা হাতাতেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এমন ঘৃণ্য কাজ করেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন পরিবারের সদস্যরা।

    প্রসঙ্গত, এই ধরনের ঘটনা এই নতুন নয়। স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি নিয়ে এর আগে এমন একাধিক অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। কখনও রোগী হয়রানি, আবার কখনও চিকিৎসার বিলে কারচুপি! এবার গুরুতর অভিযোগ উঠল সরকারি হাসপাতালের ওই চিকিৎসকের বিরুদ্ধে। স্বাস্থ্যসাথীর টাকা হাতাতে হার্নিয়ার বদলে রোগীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচারের অভিযোগ উঠল পানিহাটির এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। কার্যত মুখে কুলুপ এঁটেছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ফোন করা হলেও ফোন ধরেননি অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ দাসও ।

    এদিকে সরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বিপদ আরও বেড়েছে ভুক্তভোগী ওই রোগীর। অ্যাপেনডিক্সের অস্ত্রোপচারের পর কার্যত বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। অসুস্থতার জেরে না-পারছেন ঠিক মতো চলাফেরা করতে, না-পারছেন কাজে যেতে। ফলে, রুটি-রুজিতেও  টান পড়েছে। এই পরিস্থিতিতে রাজ‍্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন ওই রোগী। তাঁর কাছে এর সুবিচার চেয়ে আর্জি জানিয়েছেন। সরকারের কাছে তিনি বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সরব হয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)