বৃহস্পতিবার সকালে দুর্গাপুর হাউস থেকে প্রাতঃভ্রমণে বের হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। হাতে ছিল ডুগডুগি। বৃষ্টিবিঘ্নিত সকালে বারবারই বাধা পান। বৃষ্টির জন্য একটি মিষ্টির দোকানের পাশে চেয়ার পেতে বসে পড়েন দিলীপ। সেখানেই তাঁকে মিষ্টি খেতে দেখা যায়। ডায়াবেটিসের কারণে তিনি সাধারণত মিষ্টি খান না। সেখানে বসেই নয়া সভাপতিকে নিয়ে কথা বলেন দিলীপ।
তাঁর কথায়, “আমি যখন দলে আসি তখন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন শমীক। নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। দুটো পদ একসঙ্গে দেওয়া হয় না। তাই তখন প্রেসিডেন্ট করেনি দল। উনি দীর্ঘদিন ধরে আমাদের দলের মুখপাত্র। ভালো কথা বলেন। দল মনে করেছে উনি সংগঠন করতে পারবেন, তাই দায়িত্ব দিয়েছে।” সূত্রের দাবি, রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে নাম ছিল দিলীপেরও। কোন অঙ্কে সেই দৌড় থেকে ছিটকে গেলেন?
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলীপ বলেন, “আমি সকাল পাঁচটা থেকে দৌড়াই। কিন্তু কোনও দৌড়ে থাকি না। জেলায়-জেলায় ঘুরে বেড়াচ্ছি। দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। এটাই আমার কাজ।” সবমিলিয়ে দলের সিদ্ধান্তে যে তিনি হতাশ, তা দিলীপের চোখেমুখে স্পষ্ট।