• প্রতিভার খোঁজে স্কুল ফুটবল প্রতিযোগীতা
    আনন্দবাজার | ০৩ জুলাই ২০২৫
  • ফুটবল প্রতিভার অন্বেষণে ফের স্কুল ফুটবল চালু হতে চলেছে আইএফএ-র উদ্যোগে। এ জন্য তারা গাঁটছড়া বেঁধেছে হুগলির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। সেই প্রতিষ্ঠানের সহযোগিতায় আইএফএ পরিচালিত অনূর্ধ্ব-১৪ ‘সুপ্রিম কাপ’ রাজ্য চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হল রবিবার, মানকুন্ডুতে ওই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। রাজ্যের ১৯২টি স্কুল এই প্রতিযোগিতায় যোগ দেবে।

    প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে সুপ্রিম কাপ ট্রফি উন্মোচন করেন প্রাক্তন ফুটবলার জামসিদ নাসিরি ও আলভিটো ডি’কুনহা-সহ অন্য অতিথিরা। তাঁদের হাত দিয়ে খেলোয়াড়দের টি-শার্ট উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অনির্বাণ দত্ত, ওই শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিজয় গুহ মল্লিক, ভাইস-চেয়ারম্যান সৌম্য গুহ মল্লিক, ভাইস প্রেসিডেন্ট দেবেশী গুহ মল্লিক, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী প্রমুখ।

    ফুটবলের স্বার্থে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন আইএফএ সভাপতি। বাংলার ফুটবলে খেলোয়াড় তৈরির ‘কারখানা’ কার্যত জেলা। স্কুলফুটবলে জেলা থেকে আগামী দিনে ফুটবলার উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    সম্পাদক অনির্বাণ দত্তের বক্তব্য, জেলা, জ়োন ও রাজ্য পর্যায়ের খেলা থেকে প্রতি বছর ৫০ জনকে বাছাই করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিলে ‘সাপ্লাই লাইন’ তৈরি হবে, যা পরবর্তী সময়ে বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। আলভিটোজানান, তিনি ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পান এবং তারকা হন স্কুল ফুটবলের সুবাদেই।
  • Link to this news (আনন্দবাজার)