সোনারপুরে রেল অবরোধ! ক্যানিং শাখায় ভোগান্তি চরমে, ‘লেভেল ক্রসিং’-এর দাবি ঘিরে শোরগোল
আনন্দবাজার | ০৩ জুলাই ২০২৫
‘লেভেল ক্রসিং’ নেই বলে যখন-তখন দুর্ঘটনা হচ্ছে। অতি সত্বর ‘লেভেল ক্রসিং’ চাই। এই দাবিতে বুধবার সকাল থেকে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রাধাগোবিন্দপল্লি এলাকা। রেল অবরোধে শামিল হলেন বিস্তীর্ণ অংশের মানুষ। সকাল থেকে ক্যানিং শাখায় চরমে যাত্রীদুর্ভোগ।
গত সোমবার রাতে একটি পণ্যবাহী গাড়ি পার হওয়ার সময় ট্রেন চলে এসেছিল। বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা হয়েছে। তার পরেই লেভেল ক্রসিংয়ের দাবি করছেন স্থানীয়েরা। ওই দাবিতে বুধবার সকালে রেল অবরোধ করেন স্থানীয়েরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে রেললাইনের উপর দিয়ে অসুরক্ষিত ভাবে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
বস্তুত, রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড এবং সোনারপুরের বিভিন্ন পঞ্চায়েতের বাসিন্দা ওই রাস্তাটি নিত্যদিন ব্যবহার করেন। স্কুল-কলেজের পড়ুয়া থেকে অফিসযাত্রী, রোগী এবং পরিজনের যাতায়াতের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপত্তার কোনও বন্দোবস্ত হয়নি বলে অভিযোগ। সোমবার রাতে ট্রেনের সঙ্গে একটি ম্যাটাডোর ধাক্কা খাওয়ার পরে রেল কর্তৃপক্ষ ওই জায়গাটি ঘিরে দিতে শুরু করেছেন। বুধবার সেই কাজ চলছিল। ক্ষুব্ধ এলাকাবাসী রেলকর্মীদের সেই কাজে বাধা দেন এবং অবরোধ করে বসে পড়েন রেললাইনে।
বিক্ষোভকারীদের বক্তব্য, ‘‘এই রাস্তা বন্ধ হয়ে গেলে জনজীবন স্তব্ধ হয়ে যাবে। শুধুমাত্র বিকল্প পথের উপর নির্ভর করে এত মানুষের যাতায়াত সম্ভব নয়।’’ তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেভেল ক্রসিং না-হলে অবরোধ চলবে। ঘটনাস্থলে গিয়েছেন রেল কর্তৃপক্ষের লোকজন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে স্থানীয়দের ক্ষোভ প্রশমিত করা যায়নি। রেলের তরফে দ্রুত স্থায়ী সমাধান না হলে আরও বড় আকারে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি স্থানীয়দের।