• বদলি বিধি নিয়ে প্রশ্ন হাই কোর্টের
    আনন্দবাজার | ০৩ জুলাই ২০২৫
  • কর্মীদের বদলি নিয়ে বুধবার কলকাতা হাই কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য এবং শিল্পোন্নয়ন নিগম। নিগমের এক কর্মীর বদলি সংক্রান্ত মামলায় রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি অমৃতা সিংহ বলেন, “সরকারি দফতর আছে, সরকারি কর্মীরা আছেন। অথচ আপনাদের বদলির কোনও বিধি বা নীতি নেই কেন?” রাজ্যের আইনজীবী বলেন, নির্দিষ্ট বিধি না থাকলেও ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের নির্দেশিকা অনুসারে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। নিগমের বিধি তৈরির কাজও চলছে। এ দিন নিগম যে নথি কোর্টে পেশ করেছে তা মামলাকারীকে দিতে বলেন বিচারপতি। পরবর্তী শুনানি ৯ জুলাই।

    এই মামলায় বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, “বিধি না থাকলে কর্মীদের বদলি করছেন কিসের ভিত্তিতে? তার মানে সরকারের বিপক্ষে কেউ সরব হলেই আপনারা তাঁকে বদলির সিদ্ধান্ত নেন?” প্রসঙ্গত, নিগমের কর্মী তথা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চন্দকে বদলি নিয়ে এই মামলা। তাঁর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্ত জানান, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বদলির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। তারপর বদলি সংক্রান্ত নথি ও বিধি চেয়ে আরটিআই করা হলেও তা দেওয়া হয়নি।

    রাজ্যের কৌঁসুলির দাবি, সুদীপ ১১ বছর ধরে কলকাতায় কাজ করছেন। তাই বদলি করা হয়েছে। বিচারপতি বলেন, “আপনাদের যখন বদলির নির্দিষ্ট বিধি নেই, তখন কর্মীর সম্মতির বিরুদ্ধে বদলি করতে পারেন না।” এ দিন এজলাসে উপস্থিত নিগমের যুগ্ম ডিরেক্টরের আচরণে বিরক্ত হন বিচারপতি।
  • Link to this news (আনন্দবাজার)