• কসবার আইন কলেজ বন্ধ কেন, প্রশ্ন ব্রাত্যের
    আনন্দবাজার | ০৩ জুলাই ২০২৫
  • কসবার আইন কলেজ বন্ধ থাকায় বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। বুধবার তিনি বলেন, “আমি খানিকটা বিস্মিত। ক‍্যাম্পাসে পঠনপাঠন চালু থাকারই কথা। আশা করছি, ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে। আমি পরিচালন সমিতির রিপোর্টও চেয়ে পাঠিয়েছি।” আইন কলেজ বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিমেস্টার পরীক্ষা ব‍্যাহত হতে পারে বলেও আশঙ্কা দানা বেঁধেছে। আগামী ১৬ জুলাই সিমেস্টারের পরীক্ষা। কসবার কলেজে অন‍্য আইন কলেজের শিক্ষার্থীদেরও পরীক্ষার আসন পড়ে। এ বিষয়ে কী করণীয়, তা ঠিক করতে আলোচনা চলছে বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে-ও জানিয়েছেন।

    আসন্ন পরীক্ষার আগে এখনও কসবার কলেজের কিছু ছাত্রছাত্রীর ফর্ম ভরার কাজ শেষ হয়নি বলে উপাধ‍্যক্ষ নয়না চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পরিদর্শক দলকে জানান। কলেজ এখনও পুলিশে ছয়লাপ। কলেজের একটি অংশ পুলিশি তদন্তের জন‍্য ঘিরে বন্ধ করে রাখা আছে। এই অবস্থায় ওই ছাত্রছাত্রীদের ফর্ম ভরার জন‍্য অন‍্য কোথাও ব‍্যবস্থা করা যায় কি না, তা ঠিক করা হচ্ছে।

    কসবার আইন কলেজের সাম্প্রতিক অপরাধের ঘটনা বা সার্বিক ভাবে কলেজের পরিস্থিতি নিয়ে সেখানকার শিক্ষকদের সঙ্গে আলাদা করে কথা বলতে চান কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দরকারে কলেজ স্ট্রিটে বা হাজরা ল কলেজে কথা হতে পারে। এ দিন কলেজে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জনের পরিদর্শনকারী দল। তারা প্রায় এক ঘণ্টা কথা বলে কলেজের উপাধ‍্যক্ষের সঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কসবার কলেজের পরিচালন সমিতির সভার খুঁটিনাটি রিপোর্ট ও উপাধ‍্যক্ষের কলেজ সংক্রান্ত সব নির্দেশিকা জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, প্রভাবশালী প্রাক্তনী মনোজিৎ মিশ্রকে অস্থায়ী কর্মী হিসেবে কসবার কলেজে নিয়োগ নিয়ে জানতে চাইছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
  • Link to this news (আনন্দবাজার)